avertisements 2

সেমিফাইনালে দেখা হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার?

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ ডিসেম্বর, বুধবার,২০২২ | আপডেট: ০৯:৪৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ মানেই আলাদা উত্তেজনা। দুই দলের খেলার সময় দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে সারাবিশ্ব। লাতিন আমেরিকার এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বিতা নিয়ে উন্মাদনার কমতি নেই বাংলাদেশেও। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিফাইনালের দ্বৈরথে মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে মেসি-নেইমারদের।

দেখতে দেখতে শেষের পথে মরুর বুকে পর্দা উঠা প্রথম বিশ্বকাপ। কার মাথায় উঠছে বিশ্ব ফুটবলের শ্রেষ্ঠত্বের মুকুট? কোন দলের হৃদয় ভেঙে কারা করবে শিরোপা উদ্‌যাপন? নতুন করে মেলানো হচ্ছে হাজারও সমীকরণ।

তবে এসবের মধ্যেও আলাদা করে উত্তাপ ছড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনার সেমিফাইনালের অঙ্ক। এরই মধ্যে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা ব্রাজিল ও আর্জেন্টিনা যদি শেষ আটে নিজেদের জয় নিশ্চিত করতে পারে, তাহলে সেমিতে মুখোমুখি হবে দুই দল। আর এটি হবে ফুটবল ইতিহাসে প্রথম ঘটনা। কারণ এর আগে ব্রাজিল-আর্জেন্টিনাকে বিশ্বকাপ আসরে সর্বমোট চারবার মুখোমুখি হতে দেখা যায়। চারবারই ছিল দ্বিতীয় রাউন্ডে। যেখানে দুইবার জিতেছিল ব্রাজিল। একবার ড্র এবং সবশেষ জিতেছে আর্জেন্টিনা।

ফুটবলবোদ্ধা থেকে সমর্থক, সবার চাওয়া- দেখা হোক দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। তবে তার আগে আরও একটি করে ম্যাচ জিততে হবে দুই দলকে। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে শুক্রবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টায় মুখোমুখি হবে ব্রাজিল ও ক্রোয়েশিয়া। আর রাত ১টায় নেদারল্যান্ডসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

ব্রাজিল-আর্জেন্টিনা উভয় দল যদি নিজ-নিজ ম্যাচে জিতে যায় তবে দেখা মিলবে কাঙ্ক্ষিত মুহূর্তের। ৩২ বছর পর আবারও বিশ্ব মঞ্চে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। আর সে ম্যাচটি অনুষ্ঠিত হবে ১৩ ডিসেম্বর লুসাইল স্টেডিয়ামে।

কাতার বিশ্বকাপে শুরুটা ভালো হয়নি আর্জেন্টিনার। সৌদি আরবের বিপক্ষে অঘটনের হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা ছিল। তবে লিওনেল মেসির নেতৃত্বে দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গ্রুপপর্ব শেষের পর শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রেলিয়াকেও ২-১ গোলে হারিয়ে দিয়েছে স্ক্যালোনির শিষ্যরা।

শেষ চারের টিকিটের খোঁজে আর্জেন্টিনার সামনে এবার নেদারল্যান্ডস। যারা চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত হারের মুখ দেখেনি। আর্জেন্টিনাকে ডাচ বাধা টপকাতে হলে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।

অন্যদিকে, দ্বিতীয় সারির দল নামিয়ে ক্যামেরুনের বিপক্ষে হারলেও বিশ্বকাপে ফেবারিটের মতোই খেলছে লাতিন আরেক জায়ান্ট ব্রাজিল। পর্তুগালকে হারিয়ে বিশ্বকে চমকে দেয়া দক্ষিণ কোরিয়াকে নিয়ে শেষ ষোলোর লড়াইয়ে রীতিমতো ছেলেখেলায় মাতে ব্রাজিল। সোমবার (৫ ডিসেম্বর) দোহার নাইন সেভেন ফোর স্টেডিয়ামে সন ইয়ং-মিনদের বিপক্ষে ৪-১ গোলের দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নেইমার-রিচার্লিসনরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2