কাতার স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করে প্রশংসায় ভাসছেন জাপানি দর্শকরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,
বুধবার,২০২২ | আপডেট: ১২:৩৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বেশ প্রশংসিত জাপানিরা। খেলা শেষে বিভিন্ন স্টেডিয়াম বা অনুষ্ঠানের ভেন্যু পরিষ্কার করে বেশ কয়েকবার আলোচনায় এসেছেন জাপানি দর্শকরা। চলমান কাতার বিশ্বকাপের ম্যাচ শেষে দেখা গেছে এমন ঘটনা।বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রবিবার (২০ নভেম্বর) স্বাগতিকদের মুখোমুখি হয়েছিল ইকুয়েডর। এদিন ম্যাচ শেষে অন্যরা চলে গেলেও গ্যালারিতে থেকে যান জাপানি দর্শকরা।
ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের প্রথম ম্যাচ শেষে দোহার আল বায়াত স্টেডিয়ামের গ্যালারি পরিষ্কার করছেন দর্শক সারিতে থাকা জাপানি দর্শকরা। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জনপ্রিয় বাহরাইনি ইউটিউবার ওমর আল-ফারুক।
এতে দেখা যায়, ভিড় কমে যাওয়ার পরে বড় বড় ব্যাগ নিয়ে গ্যালারির ময়লা পরিষ্কার করছেন জাপানিরা। এ সময় ওমর ফারুক তাদের জিজ্ঞেস করেন, আপনারা কেন এমন করছেন? জবাবে একজন হাসিমুখে বলেন, আমরা জাপানি। আমরা আবর্জনা ফেলে যাই না এবং আমরা জায়গাটিকে সম্মান করি।
ভিডিওতে কয়েকজনকে স্টেডিয়ামে পড়ে থাকা পতাকাও সংগ্রহ করতে দেখা যায়। ভিডিওটি শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয়েছে। অনেকেই জাপানি দর্শকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি প্রশংসা করছেন।