avertisements 2

পরিসংখ্যান : সৌদির বিপক্ষে ৪ ম্যাচে মাত্র ২ জয় আর্জেন্টিনার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ নভেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:৪৪ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

কাতার বিশ্বকাপের পর্দা ওঠেছে রবিবার। আর আজ মঙ্গলবার বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনার। আজ বিকাল ৪টায় লুসাইল আইকনিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ যাত্রা শুরু হবে। পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির উপরই থাকবে ম্যাচের সব স্পটলাইট।

দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সামনে একটাই লক্ষ্য, ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপটা নিয়ে দেশে ফেরা। সর্বশেষ ১৯৮৬ সালে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে যখন আর্জেন্টিনা বিশ্ব আসরের শিরোপা জিতেছিল তখন মেসির জন্মও হয়নি। ২০১৯ সালে কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারানোর পর সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে কাতারে খেলতে এসেছে আত্মবিশ্বাসী আলবে সেলেস্তারা।

সৌদি আরবের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে দুটিতে জিততে পেরেছে আর্জেন্টিনা, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। আজকের ম্যাচের ফলাফল কী হয়- সেটাই এখন দেখার বিষয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2