avertisements 2

কাতারেই নিজের শেষ বিশ্বকাপ খেলবেন নেইমার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ নভেম্বর,রবিবার,২০২২ | আপডেট: ১১:১২ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

গত বছর অক্টোবরে নেইমার আভাস দিয়েছিলেন, কাতারেই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। মধ্যপ্রাচ্যের দেশটিতে ফুটবলের সবচেয়ে বড় মহাযজ্ঞ শুরুর এক সপ্তাহ আগে আবারও ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের কণ্ঠে একই সুর।

বয়সের কোটায় সবে ত্রিশে পা রেখেছেন নেইমার। কম করে হলেও ২০২৬ বিশ্বকাপে তাকে দেখতে চাওয়া মোটেও বাড়াবাড়ি নয়। কিন্তু ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিশ্চিত নন, কাতারের পরের বিশ্বকাপে তিনি খেলবেন কি না।

গ্লোবোকে নেইমার বলেছেন, ‘এটাই আমার শেষ ভেবে খেলবো। আমি আমার বাবার সঙ্গে কথা বলি, সবসময় আমরা কথা বলি, প্রত্যেক ম্যাচ এমনভাবে খেলি যেন এটাই শেষ। কারণ আপনি জানেন না কাল কী হবে।’

কাতার বিশ্বকাপের পর পদত্যাগের ঘোষণা আগেই দিয়ে রেখেছেন প্রধান কোচ তিতে। তার পরে কে ডাগআউটের দায়িত্ব নেবেন চূড়ান্ত হয়নি। নেইমার বললেন, ‘আমি নিশ্চয়তা দিতে পারি না যে আমি আরেকটি (বিশ্ব) কাপ খেলবো। আমি সত্যি বলছি, একদমই জানি না। আমি এটা খেলবো এমনভাবে যেন এটাই শেষ। হয়তো আমি আরেকটা খেলবো, হয়তো বা না। এটা নির্ভর করে। কোচিংয়ে পরিবর্তন আসতে যাচ্ছে এবং আমি জানি না ওই কোচ আমাকে পছন্দ করবে কি না।’

১৮ বছর বয়সে সিনিয়র দলের হয়ে অভিষেক হয়েছিল নেইমারের। দুটি বিশ্বকাপ খেললেও প্রত্যাশার বোঝা কাঁধ থেকে নামাতে পারেননি। ২০০২ সালে পঞ্চম ও শেষ বিশ্বকাপ জেতা ব্রাজিলকে আর এনে দিতে পারেননি ট্রফি। ব্রাজিলের সর্বকালের শীর্ষ গোলদাতা পেলের চেয়ে দুটি গোল পেছনে থাকা নেইমার বললেন, ‘জাতীয় দলের সঙ্গে লম্বা ইতিহাস আমি এরই মধ্যে গড়েছিল, নিশ্চিতভাবে। আমি শেষটাও ভালোভাবে করতে চাই। আমি যা কল্পনা করেছি, যে স্বপ্ন দেখেছি তার চেয়েও বেশি কিছু এটা (পেলের কাছাকাছি)। আমি কখনও সংখ্যা নিয়ে ভাবিনি, আমি কাউকে টপকাতে কিংবা রেকর্ড ভাঙতে চাইনি। আমি সবসময় চেয়েছিল শুধু ফুটবল খেলতে। পেলে ফুটবল, পেলে বাস্তবিকভাবে আমাদের দেশের সবকিছু। তার জন্য আমার শ্রদ্ধা ও প্রশংসা বিশাল।’

আসন্ন বিশ্বকাপ দিয়ে ফুটবল ইতিহাসে নিজের নাম খোদাই করতে আশাবাদী ৩০ বছর বয়সী ফরোয়ার্ড, ‘আমি এই বিশ্বকাপ নিজেকে উৎসর্গ করতে চাই। কারণ আমি নিশ্চিত আমাদের দারুণ সম্ভাবনা আছে। যদিও অনেক মানুষ আমাদের ওপর আস্থা রাখে না, কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। আমি খুশি। আমি ফুটবল খেলতে ও জিততে পছন্দ করি। প্রতিদিন নিজের উন্নতি করতে চাই। আমার সতীর্থদের সহায়তা করতে চাই, যেটা বড় ব্যাপার। আমি আশা করি আমার নাম ফুটবল ইতিহাসে খোদাই হয়ে থাকবে।’  

বিষয়:

আরও পড়ুন

avertisements 2