ভালবাসার টানে বাংলাদেশের খেলা দেখতেই লন্ডন থেকে এসেছি: ব্রিটিশ তরুণী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০৫:৫২ এএম, ২৩ ডিসেম্বর,সোমবার,২০২৪
ছবি: সংগৃহীত
ভালোবাসার টানে বিভিন্ন দেশের তরুণী বাংলাদেশে আসছেন, সঙ্গীকে বিয়েও করছেন- এমন শিরোনামের সংবাদের সঙ্গে তো প্রায় সবাই পরিচিত। দেশের গণমাধ্যমে এসব খবরের ক্ষেত্রে নানা সময় দেশের নামটা পাল্টে যায় শুধু। তবে মূল ঘটনা একই, ভালোবাসার টান!
ক্রিকেটের খুদে ফরম্যাটে অনুজ্জ্বল বাংলাদেশ। বিশ্বকাপের আগে সমর্থক ও দেশবাসীকে মিছে আশা দেওয়ার পক্ষে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। খেলোয়ারেরা কোনো আশা না দিলেও বাংলাদেশের অস্ট্রেলীয় প্রবাসীরা ঠিকই আশা নিয়ে গ্যালারিতে বসে টাইগারদের সমর্থন জানিয়ে যাচ্ছেন। শুধু অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে নয়; কানাডা, আমেরিকা ও ইংল্যান্ড থেকেও বাংলাদেশি প্রবাসীরা যাচ্ছেন সেখানে বাংলাদেশের খেলা দেখতে।
এবার দেখা মিলল ব্যতিক্রম কিছু। বাংলাদেশের খেলা দেখতে সুদূর ইংল্যান্ড থেকে এসেছেন ব্রিটিশ তরুণী। তার সঙ্গী ইংল্যান্ডে বসবাসকারী এক বাংলাদেশি।
সোনালি চুলের ওই তরুণীকে দেখা গেল বাংলাদেশের জার্সি পরা, হাতে লাল-সবুজের পতাকা।
নিজের নাম প্রকাশ না করে বাংলাদেশের এক গণমাধ্যমকর্মীকে ওই তরুণী বললেন, ‘বাংলাদেশ নিয়ে অনেক গল্প শুনেছি। এখনো দেশটি দেখা হয়নি। তবে ব্রিটেনে বাঙালিদের মিশে এটি নিশ্চিত যে, দেশটির মানুষেরা অসাধারণ। যে কারণে বাংলাদেশ নিয়ে আমার কৌতূহল রয়েছে। এবার বাংলাদেশের ক্রিকেট ম্যাচটি দেখার সুযোগ পেলাম। হাতছাড়া করিনি। ম্যাচটি উপভোগ করে দারুণ রোমাঞ্চিত আমি!’
তিনি আরও জানালেন, বাংলাদেশের খেলা দেখতেই লন্ডন থেকে এসেছেন ব্রিসবেন।
তরুণী বললেন, ‘বাংলাদেশ দলটার প্রতি আমার টান অন্যরকম। তাই তো লন্ডন থেকে সোজা চলে এসেছি ব্রিসবেনে। গ্যালারিতে বসে বাংলাদেশের পক্ষে স্লোগান দেব।’
সমর্থকদের অবশ্য খুশিও করেছেন সাকিব বাহিনী। বিশ্বকাপে সুপার টুয়েলভে দুটো ম্যাচ জিতে এখন সেমিফাইনালের স্বপ্ন বুনছেন টাইগাররা। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। এর পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হতাশ ম্যাচ উপহার দিলেও ব্রিসবেনে জিম্বাবুয়ে ৩ রানে হারিয়েছেন টাইগাররা।