avertisements 2

আল্লাহর ওপর ভরসা রাখুন: সানিয়া মির্জা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০২:২০ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

সানিয়া মির্জা তার ভক্ত-দর্শকদের উদ্দেশে একটি বার্তা দিয়েছেন সম্প্রতি। যেখানে তিনি দুঃসময়ে মহান আল্লাহর ওপর ভরসা রাখতে বলেছেন। ইন্সটাগ্রামে দেয়া পোস্টে তিনি লিখেছেন, ‘আল্লাহ জানেন আপনার আত্মা ক্লান্ত। তিনি জানেন, যা ঘটছে তা মেনে নেয়া আপনার পক্ষে কঠিন। তিনি জানেন, আপনি তাকে বলছেন এবং কঠোর প্রার্থনা করছেন। তিনি জানেন আপনি বিভ্রান্ত এবং আপনার শান্তি প্রয়োজন। কিন্তু তিনি এটাও জানেন যে আপনার জন্য সবচেয়ে ভালো কী। তিনি সর্বদা আপনাকে সেদিকে চালিত করবেন। তার ওপর বিশ্বাস রাখুন।’

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক শোয়েব মালিক আর ভারতের টেনিস তারকা সানিয়াকে এক করেছিল খেলাই। দিল্লির এক জিমে ২০০৩ সালে পরিচয় হয় তাদের। এরপর তাদের প্রেম জমে ওঠে। ২০০৯ সালে অস্ট্রেলিয়ায় আবার দেখা হয় তাদের। পরের বছর বিয়ের সিদ্ধান্ত নেন তারা।পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সংসার করছেন এই তারকা খেলোয়াড়। তাদের একটি ছেলে রয়েছে। সানিয়ার ইনস্টাগ্রামে ফলোয়ার ১ কোটির বেশি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2