টিকটক করা নিয়ে ট্রল: লাইভে এসে মুখ খুললেন সাব্বির
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ অক্টোবর,সোমবার,২০২২ | আপডেট: ০১:২৯ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
দীর্ঘদিন দলের বাইরে থাকা সাব্বির রহমানকে ঘিরে ভরসা পাচ্ছিল বাংলাদেশ দল। কিন্তু দলে সুযোগ দেওয়ার পর সেই পুরোনো চেহারায় দেখা গেল সাব্বিরের। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কোয়াডে জায়গা পাননি। কিন্তু বাদ পড়ার পর তাকে নিয়ে অন্য কারণে চলছে সমালোচনা।
সামাজিক মাধ্যমে শর্ট ভিডিও তৈরির প্লাটফর্ম টিকটকে নিজের আলাদা জায়গা করে নিয়েছেন সাব্বির। মাঠের পারফরম্যান্স যাই হোক টিকটক-প্রীতি বন্ধ ছিল না তার। আর এতেই অনেকে সমালোচনা করছেন, কেউ কেউ আবার ট্রলও করছেন।
এসবের জবাব দিতে ফেসবুক লাইভে এসে সাব্বির রহমান নিজে দাবি করলেন, টিকটক করে অন্যায় কিছু করেননি তিনি। রবিবার (১৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লাইভে এসেছিলেন সাব্বির। সেখানেই তিনি এমন দাবি করেন।
সামাজিক যোগাযোগের মাধ্যম ও সংবাদমাধ্যমে তাকে নিয়ে যে সমালোচনা চলছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ডানহাতি এই ব্যাটার। সেই সঙ্গে দেশের একটি শীর্ষ সংবাদমাধ্যমে তাকে নিয়ে একটি নিউজের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়ে রেখেছেন সাব্বির।
আজ লাইভে এসে সাব্বির বলেন, 'বেশ কিছুদিন ধরে আমাকে নিয়ে ট্রল এবং নিউজ হচ্ছে। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি চিন্তিত। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চিন্তা করার আসলে কিছুই নাই। দিনশেষে আমি একজন পেশাদার খেলোয়াড়। আমার ব্যক্তিগত জীবন আছে। হ্যাঁ, আমি টিকটক করেছি মজা করার জন্য। আমি টিকটক করে অন্যায় কিছু করিনি। দেশের বিরুদ্ধে কিছু তো করিনি। কিন্তু সাংবাদিক ভাইয়েরা এটা এমনভাবে তুলে ধরেছেন, যেন আমি অনেক বড় অন্যায় করেছি। কিন্তু আমারও পরিবার আছে। তারা অনেক সময় বুঝতে পারে না নিউজটা আসলে পজিটিভ নাকি নেগেটিভ দিকে যাচ্ছে। '
'আমি মনে করি, সাংবাদিক ভাইয়েরা এটা নিয়ে যেভাবে নিউজ করেছেন তা গ্রহণযোগ্য না। কারণ এটা আলাদা একটা চ্যাপ্টার। এটা আমি শুধু মজার জন্য করেছি। একটু রিফ্রেশমেন্টের জন্য। এটা নিয়ে যেভাবে তুলে ধরা হয়েছে, আমি লজ্জিত হয়েছি। আমার মতে, দেশও লজ্জায় পড়ে যাচ্ছে। আমার পরিবার এসব নিউজে কষ্ট পায়। আমি দেশের জন্য খেলছি। আমার একটা সম্মান তো আছে। কেউ এটা নিয়ে নেগেটিভ নিউজ করলে মানসম্মান হানি হতে পারে। সাংবাদিকদের বলবো, এসব নিউজ নিয়ে বিরত থাকুন। '
'দেশে অনেক নিউজ আছে, যা কাজে লাগবে। দেশের উন্নতির জন্য। আমি যে বিশ্বকাপ থেকে বাদ পড়েছি, আমার কোনো আক্ষেপ নাই। ঢাকা প্রিমিয়ার লিগে ভালো খেলেছি। এজন্য কিন্তু আমাকে এশিয়া কাপ, ত্রিদেশীয় সিরিজে সুযোগ পেয়েছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। ভালো না করলে তো সুযোগ পেতাম না। আমার পেশাদার জীবন নিয়ে কথা বলেন। কিন্তু আমার ব্যক্তিগত জীবন নিয়ে বলবেন না। আমার ব্যক্তি স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করার কারণে আমি অবশ্যই ব্যবস্থা নেবো।’
সম্প্রতি নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে জায়গা পেয়ে ভালো করতে না পারায় বিশ্বকাপের স্কোয়াডে জায়গা হয়নি সাব্বিরের। তবে আছেন রিজার্ভ হিসেবে।