বন্ধুদের 'মহিলা কোচ' খোঁটা শোনা ছোটনই এখন চ্যাম্পিয়ন কোচ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২০ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৫:২৬ পিএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। ছবি: বাফুফে
মেয়েদের ফুটবলের আনন্দ-বেদনার কাব্যে জড়িয়ে তার নাম। শুরু থেকেই সন্তানের মতো সাবিনা খাতুন-কৃষ্ণা রানী সরকারদের আগলে রেখেছেন কোচ গোলাম রব্বানী ছোটন। বয়সভিত্তিক পর্যায়ে সাফল্যের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের মেয়েরা এখন সিনিয়র সাফেও দক্ষিণ এশিয়ার সেরা।
নেপালকে হারিয়ে স্বপ্ন পূরণের উচ্ছ্বাসে ভাসা মেয়েদের মুখে কোচ ছোটনের অনেক ত্যাগ-তিতিক্ষার গল্প। সেই নারী ফুটবলারদের সাফল্যের মূল নেপথ্য কারিগর গোলাম রব্বানী ছোটনকে পাড়ি দিতে হয়েছে বন্ধুর পথ। একসময় 'মহিলা কোচ' বলে সবাই তাকে তাচ্ছিল্য করতেন। দেখা হলে উপহাস করতেন। সাফের ট্রফি জয়ের পর সে সব দিনের কথা মনে করে রব্বানী বলেছেন, 'যখন আমি কোচিং শুরু করি তখন আমার বন্ধুরা বলতো ওই যে মহিলা কোচ যাচ্ছে। রাস্তায় যখন হেটে যেতাম আমাকে দেখে হাসাহাসি করতো। ঠাট্টা করতো আমাকে নিয়ে।'
তবে এত উপহাসের পরও একটুও দমে যাননি কোচ ছোটন। দিনের পর দিন এই মেয়েদের আগলে রেখেছেন সন্তানের মতো করে, ভালো-খারাপ সময়ে ওদের নিয়ে লড়েছেন একসাথে। গুরুর এমন একাগ্রতার প্রতিদান দিতে ভুলেননি সাবিনা-কৃষ্ণারা। মহিলা কোচখ্যাত সেই গোলাম রব্বানি ছোটনকে আজ চ্যাম্পিয়ন কোচ বানালেন তারই হাতে গড়া শিষ্যরা।
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবার স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছে বাংলাদেশ।