avertisements 2

মুশফিক কিপিং করলে আমার কাজ সহজ হয়ে যায়: সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ আগস্ট,সোমবার,২০২২ | আপডেট: ০২:৪৫ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতা টি-টোয়েন্টি সিরিজের আগে উইকেটকিপিং ছেড়েছিলেন মুশফিকুর রহিম। নানা সমালোচনার কারণে টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাটের উইকেটকিপিং থেকে এতদিন দূরেই ছিলেন মিস্টার ডিপেন্ডেবল। তবে লিটন দাস ও নুরুল হাসানের ইনজুরি নতুন করে পুরনো ভূমিকায় ফেরাচ্ছে ৩৫ বছর বয়সী মুশফিককে। এশিয়া কাপে ফের নিজের প্রিয় ভূমিকায় গ্লাভস হাতে দেখা যাবে এই তারকাকে।

ইনজুরি বদলে দিয়েছে টাইগারদের টি-টোয়েন্টি পরিকল্পনার অনেক কিছুই। সবকিছু ঠিকঠাক  থাকলে আসন্ন এশিয়া কাপে উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়ানোর কথা ছিল নুরুল হাসান সোহানের। কিন্তু বিধি বাম। জিম্বাবুয়ে সফরে আঙুলে আঘাত পেয়ে এশিয়া কাপে অনিশ্চিত হয়ে গেছেন সোহান। স্কোয়াডে থাকলেও গ্রুপ পর্বে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। আরেক উইকেটকিপার ব্যাটার লিটন দাস তো ইনজুরিতে ছিটকেই গেছেন গোটা টুর্নামেন্ট থেকেই। তাই টিম ম্যানেজমেন্ট আস্থা রাখছেন মুশফিকের ওপর। যদিও উইকেটের পেছনে মুশফিকের দক্ষতা বরাবরই প্রশ্নবিদ্ধ।

তবে অধিনায়ক সাকিব আল হাসানের সমর্থন পাচ্ছেন জাতীয় দলের এই অপরিহার্য সদস্য।  উইকেটকিপারের ভূমিকায় মুশফিকের প্রতিই সমর্থন দিয়েছেন তিনি। তার মতে, উইকেটের পেছনে 'মুশি' থাকলে তার কাজটা সহজ হয়ে যায়।

তিনি বলেন, 'উনি কিপিং করলে আমার কাজ সহজ হয়ে যাবে। এটার সবচেয়ে বড় কারণ , টি-টোয়েন্টিতে সময় খুব কম থাকে। উনি ফিল্ডিং অ্যাঙ্গেলগুলো খুব সহজে বদলাতে পারেন। আমার কাছে শোনারও দরকার নেই। এতে আমার কাজ সহজ হয়ে যায়। আমি অন্য এক-দুইটি বিষয় নিয়ে চিন্তা করার অবকাশ পাই।'

সাকিব আরও যোগ করেন, 'আমার পক্ষে ১১ জন খেলোয়াড়ের ফিল্ডিং পজিশন দেখা সম্ভব না। একমাত্র কিপাররাই এটা ভালো দেখতে পারে। উনার মতো অভিজ্ঞ খেলোয়াড় থাকলে  এটা সহজ হয়ে যায়।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2