avertisements 2

বেটউইনার না ছাড়লে সাকিব ইস্যুতে কঠিন সিদ্ধান্তে বিসিবি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ আগস্ট,বৃহস্পতিবার,২০২২ | আপডেট: ০৮:৪৮ পিএম, ১ জুলাই,মঙ্গলবার,২০২৫

Text

বেটউইনার নিউজের সাথে চুক্তি বাতিল না করলে সাকিব আল হাসানের সঙ্গে বিসিবির কোনও সম্পর্ক থাকবেনা বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। 

তার বিষয়ে সিদ্ধান্ত নিতে বিসিবি সভাপতি ধানমন্ডির বেক্সিমকো কার্যালয়ে রুদ্ধদ্বার বৈঠকে বসেছিলেন বোর্ডের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে। 

বৈঠকের পর বেটউইনারের সঙ্গে সাকিবের চুক্তির বিষয়ে বোর্ড সভাপতি গণমাধ্যমকে বলেন, ‘‘সাকিব ইস্যুতে দ্বিতীয় চিন্তা করার কোনো সুযোগ নেই। আমি প্রথম থেকেই বলে আসছি এ ব্যাপারে জিরো টলারেন্সে আমরা। যে যেভাবেই বিষয়টাকে ব্যাখ্যা করুক আমরা মেনে নেবো না। আশরাফুলের মতো ক্রিকেটারকেও একটা সময় বাদ দেয়া হয়েছে। এখানে আসলে কোনো সুযোগ নেই।’’ 


পাপন বলেন, ‘‘তাকে (সাকিব) চিঠি দেয়া হয়েছে। গতকালকেই উত্তর দেয়ার কথা ছিল। তবে শুনেছি সে আজকের মধ্যে জানাবে। তারপর আমরা সিদ্ধান্ত নেবো সে থাকবে কি থাকবে না।’’ 

সাকিব নিজের সিদ্ধান্ত থেকে শেষ পর্যন্ত সরে না আসলে কঠোর সিদ্ধান্ত নেবে বিসিবি, এমন হুঁশিয়ারি দিয়ে পাপন বলেন, ‘‘কোনো রকম সম্পৃক্ত থাকার সুযোগ নেই। পুরোপুরি বের হয়ে আসতে হবে। এটা না করলে ক্যাপ্টেন্সিতো দূরের কথা, দলেই থাকবে না সে। এ ব্যাপারে কোনো ছাড় নেই। এই সিদ্ধান্ত আগে থেকেই নেয়া আছে।’’ 

তিনি আরও বলেন, ‘‘যে ক্রিকেটারের বেটিংয়ের সঙ্গে সম্পৃক্ততা থাকবে, দলের সঙ্গে তার কোনো প্রকার সম্পর্ক থাকবে না।’’ 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2