৫ কোটি ৮০ লাখ টাকা ক্ষতিপূরণ চেয়ে বাংলালিংক-যমুনা ব্যাংককে সাকিবের লিগ্যাল নোটিশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৪ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৩:০৯ পিএম, ১৮ জানুয়ারী,শনিবার,২০২৫
চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও বেআইনিভাবে ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করার অভিযোগে বেসরকারি যমুনা ব্যাংক ও মোবাইল অপারেটর বাংলালিংকের কাছে জরিমানা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দুই প্রতিষ্ঠানের কাছে ক্ষতিপূরণ চাওয়া হয়েছে মোট ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা।
আইনজীবী ব্যারিস্টার আশরাফুল হাদী রেজিস্ট্রি ডাকযোগে এই লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। সাকিব আল হাসানের বিজ্ঞাপন সংস্থার এজেন্ট নাফিস মোমিন এই বিষয়টি নিশ্চত করেছেন।
এ বিষয়ে নাফিস মোমিন গণমাধ্যমে জানান, ‘যমুনা ব্যাংক ও বাংলালিংকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মোট ৫ কোটি ৭৫ লাখ টাকার ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। কোনো অনুমতি ছাড়াই তারা ইমেজ ব্যবহার করেছে। অথচ চুক্তির মেয়াদ অনকে আগেই শেষ হয়ে গেছে।’
তিনি আরও বলেন, ‘বাংলালিংকের সঙ্গে চুক্তি হয়েছিলো দুই বছরের। সেই চুক্তি শেষ হয়েছে ২০১৬ সালের এপ্রিল মাসে। আর সেই মেয়াদের শেষ হওয়ার পর কোনো টেলিকমের সঙ্গে চুক্তি করতে পারবে না বলে বিসিবি একটা আদেশ দিয়েছিল।’
যমুনা ব্যাংক ও বাংলালিংকের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলেন বাংলাদেশ দলের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান। বাংলালিংকের সঙ্গে ২০১৪ সালে দুই বছরের চুক্তিতে আসেন। সেই চুক্তি অনুযায়ী ২০১৬ সালের এপ্রিলে সেটার মেয়াদ শেষ হয়। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করা হচ্ছে।