অবশেষে প্রাণঘাতী করোনা ধরেই ফেলল জিনেদিন জিদানকে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৯ এএম, ২৩ জানুয়ারী,শনিবার,২০২১ | আপডেট: ০৪:৪৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
প্রাণঘাতী করোনায় আক্রান্ত হতে পারেন সন্দেহে চলতি মাসের শুরুতে আইসোলেশনে ছিলেন রিয়াল মাদ্রিদ কোচ জিনেদিন জিদান। পরে করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে মাঠে ডাগআউটে ফেরেন তিনি। যদিও তার উপস্থিতিতেই আলকোয়ানের মতো অচেনা ক্লাবের কাছে হেরে যায় রিয়াল। বিদায় জানাতে হয়ে কোপা ডেল রে কাপ থেকে।
এই ম্যাচের পর জিদানের কোচিং ক্যারিয়ার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে আরও একটি দুঃসংবাদ শুনতে হলো জিদানকে। অবশেষে করোনাভাইরাস ধরেই ফেলল তাকে।
শুক্রবার রিয়াল মাদ্রিদ ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, কোচ জিনেদিনে জিদান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ঘোষণা করছে যে, আমাদের কোচ জিনেদিন জিদান কোভিড-১৯ পজিটিভ।’
আলাভেসের উদ্দেশ্যে শনিবার লা লিগার গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে যাওয়ার আগে এক প্রেস কনফারেন্সে অংশ নেওয়ার কথা ছিল জিদানের। ওই কনফারেন্সের মাত্র এক ঘণ্টা আগে রিপোর্ট এলো- জিদান কোভিড-১৯ পজিটিভ।
রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আলাভেসের বিপক্ষে ম্যাচে জিদানের পরিবর্তে দায়িত্ব পালন করবেন সহকারী ডেভিড ভেট্টোনি। জিদান যতদিন নেগেটিভ না হন; ভেট্টোনিই এ দায়িত্ব পালন করে যাবেন। আলাভেসের পর ৩০ জানুয়ারি রিয়ালের ম্যাচ লেভান্তের বিপক্ষে এবং ৬ ফেব্রুয়ারি হুয়েস্কার বিপক্ষে ম্যাচ রয়েছে রিয়াল মাদ্রিদের।