টানা পাঁচ ওয়ানডেতে হারল ভারত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ০৪:০২ এএম, ৩০ নভেম্বর,সোমবার,২০২০ | আপডেট: ০৭:৪৫ পিএম, ২ এপ্রিল,
বুধবার,২০২৫

পরাজয়ের বৃত্তে আটকে আছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। করোনার আগে এবং করোনাকালীন সবশেষ পাঁচ ওয়ানডে ম্যাচে টানা হারল ভারত।
চলতি বছরে এখনও পর্যন্ত ৭টি ওয়ানডে ম্যাচ খেলেছে ভারত। জানুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে জয় পায় কোহলিরা। পরের মাসে নিউজিল্যান্ড সফরে গিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।
এখন অস্ট্রেলিয়া সফরেও হোয়াইটওয়াশের শঙ্কায় পড়েছে ভারত। সিডনিতে হালে পানি পাচ্ছে না বিরাট কোহলির নেতৃত্বাধীন দলটি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই খেলায় হেরে এক ম্যাচ আগেই ট্রফি হাতছাড়া করেছে ভারত।
প্রথম ম্যাচে ৩৭৫ রানের টার্গেট তাড়া করতে নেমে কোহলিরা হারে ৬৬ রানে। রোববার সিডনিতে ৩৯০ রানের টার্গেট তাড়া করতে নেমে হেরে যায় ৫১ রানে।
ওয়ানডের মতো টেস্টেও একই অবস্থা ভারতের। ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে গিয়ে দুই টেস্টে হেরে যায় কোহলিরা।
তবে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে সবশেষ সাত ম্যাচে টানা জয় পেয়েছে বিরাট কোহলিরা। ৭ জানুয়ারি ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে জয়ের মধ্য দিয়ে বছর শুরু করে তারা।