avertisements 2

আবারও ব্যর্থ মোহাম্মদ আশরাফুল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৪:৪৩ এএম, ২৫ নভেম্বর, বুধবার,২০২০ | আপডেট: ০১:১৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

আবারও ব্যর্থ মোহাম্মদ আশরাফুল। করোনার কারণে দীর্ঘ নয় মাস পর পেশাদার ক্রিকেট খেলতে নেমে প্রত্যাশিত ব্যাটিং করতে পারেননি জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  মঙ্গলবার থেকে শুরু হওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে ঢাকার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে আশানুরূপ খেলতে পারেননি আশরাফুল।  

এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে দলীয় ৩১ রানে ফেরেন ওপেনার নাজমুল হোসেন শান্ত (১৭)। এরপর ১৭ রানের ব্যবধানে ফেরেন তিনে ব্যাটিংয়ে নামা রনি তালুকাদার (৬)।  

৪৮ রানে দুই উইকেট পতনের পর ওপেনার আনিসুল ইসলাম ইমনের সঙ্গে জুটি গড়তে পারেননি চারে ব্যাটিংয়ে নামা আশরাফুল। নয় মাস পর খেলতে নেমে ৯ বলে মাত্র ৫ রানে ফেরেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া এই তারকা ব্যাটসম্যান। 

তবে শেষ দিকে মেহেদী হাসানের ব্যাটিং তাণ্ডবে শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৬৯ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। দলের হয়ে ৩২ বলে চারটি ছক্কা ও তিন চারের সাহায্যে সর্বোচ্চ ৫০ রান করেন মেহেদী হাসান। এছাড়া ৩৯ রান করেন নুরুল হাসান সোহান। ৩৫ রান করেন ইমন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2