avertisements 2

মাহমুদউল্লাহর ক্যারিয়ারে ফুলস্টপ!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ আগস্ট,শনিবার,২০২৩ | আপডেট: ০২:১৭ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

এশিয়া কাপের জন্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেটে বোর্ড। নতুন অধিনায়কের নেতৃত্বে তারুণ্য সমৃদ্ধ একটা সাজিয়েছেন নির্বাচকরা। আছে একাধিক চমক, তবে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। হয়তো তার ক্যারিয়ারে ফুলস্টপ পড়ে গেলো এখানেই!

গতকাল শুক্রবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম জানান। তখনই জানানো হয়, শনিবার ঘোষণা হবে পুরো দল। তার ধারাবাহিকতায় শনিবার (১২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় মিরপুরে সংবাদ সম্মেলন ডেকে ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেন নির্বাচকরা।

ঘোষিত দলে মাহমুদউল্লাহ না থাকলেও আছেন নাইম শেখ, ফিরেছেন শেখ মেহেদী হাসান। দলে চমকের নাম তানজিদ হাসান তামিম। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। আছেন এখনো কোনো ওয়ানডে না খেলা শামীম হোসেন পাটোয়ারীও। সৌম্য সরকারকে নিয়ে গুঞ্জন থাকলেও তার জায়গা হয়নি।

মাহমুদউল্লাহ এশিয়া কাপ দলে থাকবেন কি থাকবেন না, এই প্রশ্ন ক্রিকেট পাড়ায় ঘুরপাক খাচ্ছিলো মাস চারেক ধরে। পারফরম্যান্সের নাজেহাল অবস্থা আর টানা তিন সিরিজে দলে না থাকা ভিন্ন কিছুরই আভাস দিচ্ছিলো। গতকাল (শুক্রবার) বিসিবি সভাপতি আবছা করে বলে গেলেও আজ সকাল না হতেই স্পষ্ট ঘোষণা চলে এলো নির্বাচকদের থেকে। এশিয়া কাপের দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ।

তবে বড় চমকের নাম তানজিদ হাসান তামিম। অবশ্য ধারাবাহিক নৈপুণ্যে জাতীয় দলের দরজায় বেশ ভালোভাবেই কড়া নাড়ছিলেন এই ব্যাটার। সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে ভয়ডরহীন ব্যাট করে সব আলো কেড়ে নেন তিনি। চার ইনিংসের তিনটাতেই পান ফিফটির দেখা; করেন ১৭৯ রান। তাছাড়া গত ঢাকা প্রিমিয়ার লিগেও ছিলেন ছন্দে, ৪৩ গড়ে করেন ৪৭৩ রান।

এদিকে লম্বা সময় পর দলে ফিরেছেন স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি। রাখা হয়েছে আলোচনায় থাকায় আফিফ হোসেন ধ্রুবকেও। তবে ঠাঁই হয়নি ইয়াসির আলী রাব্বি ও মোসাদ্দেক হোসেন সৈকতের। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ব্যর্থতার বৃত্তে থাকা নাইম শেখও টিকে গেছেন। তবে শেষ সিরিজের দলে থাকলেও জায়গা হয়নি তাইজুলের।

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড-
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ, হাসান মাহমুদ, শামীম হোসেন, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, মোহাম্মদ নাইম ও নাসুম আহমেদ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2