avertisements 2

বিশ্বকাপে দলে থাকছেন তো মাহমুদউল্লাহ? যা বললেন নান্নু

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৭ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ০৭:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

হাজারো জয়ের নায়ক তিনি! অসংখ্যবার খাদের কিনারা থেকে বাংলাদেশকে উদ্ধার করা নেপথ্যের নায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তবে আসন্ন ওয়ানডে বিশ্বকাপে দলে টিকে থাকার লড়াই থেকে এক প্রকার আড়ালে চলে গেছেন রিয়াদ। বিশ্রামের কথা বলে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এমন আলোচনা যখন চলমান তখন আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরজ জয়ের পর রিয়াদের দলে থাকা নিয়ে মুখ খুললেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ গণমাধ্যমের মুখোমুখি হয়ে মাহমুদউল্লাহ প্রসঙ্গে ধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমি আসলে এখন কিছু বলতে পারব না। আমরা এখনো ফাইনাল স্কোয়াড করিনি। আগামী ২২ তারিখের মধ্যে চূড়ান্ত দলটা নির্বাচন করব। এরপর আমরা হয়তো এই বিষয়ে আপডেটটা দিতে পারব।’

যদিও এর আগে বিশ্বকাপের পুলে আছেন মাহমুদউল্লাহ এমনটা আভাস দিয়ে নান্নু বলেন, ‘ওয়ার্ল্ডকাপের আগে এশিয়া কাপ আছে, আফগানিস্তানের সাথে সিরিজ আছে। প্রতিটা সিরিজ নিয়ে চিন্তাভাবনা করছি। কারণ এখন এত বেশি খেলা, প্লেয়ারদের ফিটনেসের ব্যাপারটা অনেক বেশি কনসার্ন। সেইভাবে আমরা আগাচ্ছি। আশা করছি, সিরিজ বাই সিরিজ রেডি করে এশিয়া কাপের আগে ওয়ার্ল্ডকাপের জন্য পুল রেডি করতে পারব। যাদের কথা বলা হলো তারা সবাই ২৪ জনের সম্ভাব্য পুলে আছেন।’

২৯ তারিখ থেকে ঢাকায় কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে ক্রিকেটাররা। এরপরই এশিয়া কাপ ও বিশ্বকাপে খেলতে যাবে সাকিব-তামিমরা। সেই ক্যাম্পকে সামনে রেখে আগামী সপ্তাহেই প্রাথমিক দল ঘোষণা করবে বিসিবি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2