avertisements 2

বিশ্বকাপে নিরপেক্ষ ভেন্যুর দাবি উত্থাপন করবে পাকিস্তান!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০২:৫৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

ক্রমেই জটিল হয়ে উঠছে ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক। আসন্ন এশিয়া কাপে পাকিস্তানের মাটিতে খেলবে না ভারত। সমস্যা সমাধানে ‘হাইব্রিড মডেল’ আনা হয়েছে। ভারতের ম্যাচগুলো হবে শ্রীলঙ্কায়।
কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং দেশটির সরকারের বর্তমান অবস্থানের কারণে এশিয়া কাপ অনিশ্চিত। সেইসঙ্গে অনিশ্চিত হয়ে পড়েছে ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ। 

সম্প্রতি পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী এহসান মাজারি বলেছিলেন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না যায়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না। এবার তিনি বললেন, দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠিতব্য আইসিসির সভায় নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বকাপ খেলার দাবি উত্থাপন করবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাকা আশরাফ।

উল্লেখ্য, এই জাকা আশরাফ পিসিবির ক্ষমতায় আসার পর তাদেরই উত্থাপিত ‘হাইব্রিড মডেল’ এশিয়া কাপের বিরোধিতা করছেন।

ভারতে গিয়ে পাকিস্তানের খেলা উচিত কিনা- এই নিয়ে সিদ্ধান্ত নিতে একটি বিশেষ কমিটি গঠন করেছে পাকিস্তান সরকার। ক্রীড়ামন্ত্রী মাজারি যার অন্যতম সদস্য। ব্যক্তিগতভাবে মাজারি মনে করেন, ভারত পাকিস্তানে না গেলে পাকিস্তানেরও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত নয়।
তিনি বলেছেন, ‘আইসিসি কর্মকর্তাদের সামনে আমাদের দাবি উত্থাপন করবেন আশরাফ। তিনি জানতে চাইবেন, ভারত যদি এশিয়া কাপ খেলতে পাকিস্তানে না আসে, তাহলে বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো কেন নিরপেক্ষ ভেন্যুতে দেওয়া হবে না?’

৩১ আগস্ট থেকে শুরু হওয়ার কথা এশিয়া কাপ। কিন্তু জুলাই মাসের প্রায় অর্ধেক পেরিয়ে গেলেও সূচি দেওয়া হয়নি। বিশ্বকাপেরও বাকি তিনমাসের মতো। পাকিস্তানের ক্রীড়ামন্ত্রী মাজারি বলেছেন, বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে তার অবস্থানের সঙ্গে বিশেষ কমিটির বেশ কয়েকজন সদস্য একমত আছেন।
মাজারি আরও বলেন, ‘ভারতের যদি এখানে আসতে নিরাপত্তাজনিত সমস্যা থাকে, তাহলে পাকিস্তানেরও ভারতে যেতে একই সমস্যা হতে পারে।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2