avertisements 2

খেলোয়াড়রা খেলবে কোথায়, জঙ্গলে?: সালাউদ্দিন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ জুলাই,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৫২ এএম, ১২ মার্চ, বুধবার,২০২৫

Text

অনেক দিন খেলা নেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে। ২০২১ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে স্টেডিয়ামটির সংস্কার কাজ। এখনও শেষ হয়নি। কবে শেষ হবে, সেটাও জানা নেই। এই অবস্থায় বিরক্ত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

বাংলাদেশের ফুটবলের প্রধান মাঠ বঙ্গবন্ধু স্টেডিয়াম। ঘরোয়া ফুটবল তো বটেই, আন্তর্জাতিক ম্যাচের ক্ষেত্রেও এই ভেন্যু প্রথম পছন্দ। কিন্তু সংস্কার কাজ চলায় সিলেট জেলা স্টেডিয়াম হয়ে উঠেছে বাংলাদেশ দলের মূল ভেন্যু।

আজ (রবিবার) বাংলাদেশ সাফ দলকে আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে। বাফুফে ভবনে হওয়া এই অনুষ্ঠানে জাতীয় দলের সহকারী কোচ হাসান আল মামুন ভালো মাঠের অভাবের বিষয়টি সামনে আনেন। এরপর সালাউদ্দিন তার বক্তব্যে নিজেদের অসহায়ত্বের সঙ্গে ক্ষোভও প্রকাশ করেছেন।

বাফুফে সভাপতি বলেছেন, ‘আমরা চার-পাঁচ বছর ধরে বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলতে পারি না। ফলে সবাই আমাদের খেলা দেখতে পারে না। আমি আশা করি, আগামী কয়েক মাসের মধ্যে স্টেডিয়ামের সংস্কার কাজ শেষ হবে।’

এরপরই সালাউদ্দিন নিজেদের সীমাবদ্ধতার কথা প্রকাশ করেন, ‘আমি নিজেও শুনিনি একটা স্টেডিয়াম ঠিক করতে তিন-চার বছরের মতো সময় লাগে। খেলোয়াড়রা খেলবে কোথায়? জঙ্গলে? সামনে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আছে। খেলোয়াড়রা খেলবে কোথায়?’

মাঠই এখন সালাউদ্দিনের মূল দুচিন্তার জায়গা, ‘মাঠের কথা যেটা বলছেন, আমার সবচেয়ে বড় সমস্যা এটাই। আমি মাঠের জন্য পাগল হয়ে যাই। কিন্তু মাঠের দায়িত্ব আমাদের হাতে নেই। এই মাঠে ফুটবল হয় না। এই মাঠে ভালো ফুটবল সম্ভব না। আমি চেষ্টা করছি মাঠগুলো আমাদের নিয়ন্ত্রণে নেওয়ার। ফুটবলের জন্য মাঠ খুবই গুরুত্বপূর্ণ।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2