avertisements 2

তামিম ফেরায়

আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়: মাশরাফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুলাই,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:২৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি : মাশরাফি বিন মুর্তজার ভেরিফায়েড ফেসবুক পেইজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ শেষে তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন। এই খবর ছড়িয়ে পড়তেই দেশের ক্রিকেটাঙ্গনে খুশির আবহ। সোশ্যাল মিডিয়ায় সবাই তামিমকে অভিনন্দন জানাচ্ছেন। একদিনের ব্যবধানে দেশের সেরা ব্যাটারের অবসর প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে অবদান আছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও।

জানা গেছে, মাশরাফির মাধ্যমেই ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী তামিম ইকবালকে আজ শুক্রবার দুপুরে গণভবনে নিমন্ত্রণ করেন। সেখানেই প্রধানমন্ত্রীর নির্দেশে তামিম অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন। মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠতে তামিমকে দেড় মাসের ছুটি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী এশিয়া কাপ দিয়ে হয়তো তিনি দলে ফিরবেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন মাশরাফি। যাতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে হাস্যোজ্জ্বল তামিম-মাশরাফি এবং তামিম ইকবালের স্ত্রী আয়েশা সিদ্দিকা। ক্যাপশনে বাংলাদশের জনপ্রিয় এই সাবেক অধিনায়ক লিখেছেন, ‘আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয় ইনশাল্লাহ।’

উল্লেখ্য, শুক্রবার বিকালে গণভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের তামিম ইকবাল বলেছেন, ‘আজ দুপুরবেলায় আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন।
উনার সঙ্গে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটয়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি তাকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল।
মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সাথে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।আমি যেন মানসিকভাবে আরেকটু ফ্রি হতে পারি।’

বিষয়:

আরও পড়ুন

avertisements 2