avertisements 2

মাঠের পার্টনারই দিয়ার জীবনসঙ্গী, নাচলেন হলুদে 

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ জুলাই, বুধবার,২০২৩ | আপডেট: ০৭:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবি- সংগৃহীত

জুটি বেঁধে বিশ্ব দরবারে আরচ্যারিতে লাল-সবুজের প্রতিনিধিত্ব করেন দিয়া সিদ্দিকী ও রোমান সানা। এবার মাঠের সেই পার্টনারকেই জীবনসঙ্গী বানাচ্ছেন দেশ সেরা এই দুই আরচ্যার।

এই দুই আরচ্যারের প্রেমের সম্পর্ক বেশ পুরোনো। একে অপরকে ভালোলাগা, ভালোবাসার বিষয়টি আরচ্যারি অঙ্গনের কারও অজানা নয়। তবে নানান সময়ে উত্থান-পতনের মধ্য দিয়ে গড়িয়েছে তাদের এই প্রণয়। এবার অম্ল-মধুর সেই সম্পর্কের স্বীকৃতি মিলছে। অবশেষে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলছেন আরচ্যারের এই জুটি।

মঙ্গলবার (৪ জুলাই) রাতে নীলফামারীর আশা কমিউনিটি সেন্টারে দিয়া সিদ্দিকীর গায়ে হলুদ অনুষ্ঠিত হয়। এ সময় বেশ হাস্যোজ্জ্বল মুখে অনুষ্ঠানস্থলে আসেন দিয়া। একঝাঁক তরুণ-তরুণীর সঙ্গে নেচে-গেয়ে হলুদের মঞ্চে উঠতে দেখা যায় দিয়াকে।

দিয়ার বাবা নূর আলম সিদ্দিকীর ভাষ্য, রোমান ও তার পরিবার বর্তমানে নীলফামারীতে অবস্থান করছেন। বিয়ের পর রাতেই দিয়াকে তারা নিয়ে যাবেন।

তিনি আরও যোগ করেন, তাদের কাছে আমার প্রত্যাশা অনেক বড়, যেহেতু তারা খেলোয়াড়। আমার প্রত্যাশা, তারা যেন অলিম্পিক জয় করে বাংলার বিজয়টা ছিনিয়ে আনতে পারে। আর বিয়েতে সব বাবা-মায়ের মন খারাপ থাকে; থাকাটাই স্বাভাবিক। এরপরও মেয়েকে বিদায় দিতে হয়। কষ্ট হলেও মেয়েকে বিদায় দিতে হচ্ছে। দেশবাসীর কাছে আশা, তাদের বিবাহোত্তর শুভকামনা ও তাদের প্রতি যেন দোয়া থাকে। তারা যেন সত্যিকারে সুখি দাম্পত্য জীবন গড়তে পারে, সেই জন্য সবাই দোয়া করবেন।

দিয়া সিদ্দিকী জানান, আল্লাহর অশেষ রহমতে বিয়ে করতে যাচ্ছি। যেহেতু এটা আমার জন্মভূমিতে করতে পারছি, সেজন্য আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আলহামদুলিল্লাহ, নীলফামারীতে বিয়েটা করতে পারছি। আমার বন্ধু-বান্ধব, আত্নীয়-স্বজন ও নিজের পরিবারের সবাইকে একসঙ্গে পেয়ে অনেক আনন্দিত। সবাই আমার জন্য দোয়া করবেন, ভবিষ্যতে আমার বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখে কাটাতে পারি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2