avertisements 2

ওয়েস্ট ইন্ডিজের আর নিচে নামার জায়গা নেই

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুলাই,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৭:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ওয়ানডে বিশ্বকাপের প্রথম আসরেই দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজই। টানা দুইবার শিরোপাও জিতেছিল তারা। কিন্তু সেই তারা এবার খেলতে পারবেন না ওয়ানডে বিশ্বকাপ। বাছাইপর্বে জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস আর স্কটল্যান্ডের কাছে হারে স্বপ্নভঙ হয়েছে দলটির। স্বাভাবিকভাবেই দলটি পড়েছে সমালোচনার মুখে।  

ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক কোচ গর্ডন গ্রিনিজও ভাবেননি এবার বিশ্বকাপেই জায়গা হবে ওয়েস্ট ইন্ডিজের। তাই গ্রিনিজ কিছুটা অভিমানের সুরেই এনডিটিভিকে বলেছেন, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের হার একসময় তাকে কষ্ট দিত, কিন্তু এখন আর কষ্ট পান না, ‘আসলে আমি ইদানীং ক্রিকেট খুব একটা দেখি না। বিশেষ করে সাদা বলের ক্রিকেট। আগে ওয়েস্ট ইন্ডিজের হার আমায় কষ্ট দিত। কিন্তু এখন আর সেভাবে এটি আমাকে পোড়ায় না। এর মূল কারণ, বেশ অনেক দিন ধরেই আমাদের ক্রিকেটের মান নিচের দিকে নামছে।’ 

ওয়েস্ট ইন্ডিজ দল ছাড়া বিশ্বকাপ কল্পনা করতে পারছেন না গ্রিনিজ, ‘অবশ্যই ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বিশ্বকাপ আমি ভাবতেও পারছি না। আমাদের আসলে আর নিচে নামার জায়গা বাকি নেই এখন।’  

ক্যারিবীয় ক্রিকেটের কিংবদন্তিরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই অধঃপতনের কারণ অনুসন্ধানে নেমেছেন। সাবেক ওয়েস্ট ইন্ডিজ ফাস্ট বোলার ইয়ান বিশপ যেমন বলেছেন, সময়ের সঙ্গে নিজেদের বদলাতে না পারার কারণেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের এই দুর্দশা। তিনি ক্যারিবীয় ক্রিকেটের এই পতনকে অনেকটাই বড় ও নামী ব্র্যান্ড কিংবা করপোরেট হাউসের বাণিজ্যিক পতনের সঙ্গে তুলনা করেছেন। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2