মালদ্বীপের বিপক্ষে দাপুটে জয়, সেমির আশা বাঁচিয়ে রাখলো বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জুন,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:৩০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
সংগৃহীত
সাফ চ্যাম্পিয়নশিপে বাঁচামরার ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। প্রথমে গোল খেলেও ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় জামাল ভূঁইয়ারা। ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে সাফে আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ।
ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। হামজা মোহাম্মদের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। প্রথমার্ধের শেষদিকে বাংলাদেশকে ম্যাচে ফেরান রাকিব। ম্যাচের ৪২ মিনিটে সোহেল রানা বক্সে তপুর উদ্দেশে ক্রস দেন। তপু হেডে ফাঁকায় দাঁড়ানো রাকিবের উদ্দেশে বল বাড়ান। রাকিব হেডে বল জালে পাঠালে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে দলকে ২-১ গোলে এগিয়ে দিয়েছেন তারিক কাজী। এরপর ম্যাচের শেষ মুহূর্তে মোরসালিনের গোলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
আরও পড়ুন: লা লিগায় প্রথম দিনই মাঠে নামবে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ
মালদ্বীপের বিপক্ষে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশ। যদিও ম্যাচের ১৭তম মিনিটে কাউন্টার অ্যাটাকে গোল হজম করে বসে তপুরা। বক্সের বাইরে থেকে আলী ফাসিরের পাস থেকে জোরালো শটে গোল করে মালদ্বীপকে এগিয়ে নেন হামজা।
গোল খেয়ে সমতায় ফেরার চেষ্টা করতে থাকে বাংলাদেশ। ২৫ মিনিটে জামালের কর্নারে তপুর হেড ক্রসবারের অনেক ওপর দিয়ে যায়। ৩৩ মিনিটে সোহেল রানার কর্নারে তপুর হেড গোললাইন থেকে সেভ করেছেন হুসেন নিহান। ফিরতি বল হাতে লাগে মালদ্বীপের আহমেদ নুমানের। বাংলাদেশ তাতে পেনাল্টির আবেদন করলেও রেফারি তাতে সাড়া দেননি।
বিরতির আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বাংলাদেশ। ম্যাচের ৪২ মিনিটে বাংলাদেশকে সমতায় ফেরান রাকিব। দারুণ দক্ষতায় রাকিব হেডে বল জালে পাঠালে সমতা নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পরও আক্রমণের ধারা অব্যাহত রাখে বাংলাদেশ। ম্যাচের ৬৭ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন তারিক কাজী। জটলার মাঝে বল পেয়ে মালদ্বীপের রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন বাংলাদেশের এই ডিফেন্ডার। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে স্কোরলাইন ৩-০ করেন মোরসালিন। গোলকিপারকে একা পেয়ে এক ডিফেন্ডারকে কাটিয়ে দারুণ শটে বল জালে পাঠিয়ে দেন এই মিডফিল্ডার। এর আগে, প্রথম ম্যাচে লেবাননের কাছে ০-২ গোলে হেরেছিল জামাল ভূঁইয়ারা।