সৌরভ গাঙ্গুলি বায়োপিক : পর্দায় সৌরভ গাঙ্গুলি হচ্ছেন আয়ুষ্মান খুরানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ মে,
বুধবার,২০২৩ | আপডেট: ০২:২৭ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সৌরভ গাঙ্গুলি ও বলিউড তারকা আয়ুষ্মান খুরানা। ছবি : টুইটার থেকে
ভারতের সাবেক সফল ক্রিকেটার এবং সাবেক ভারতীয় ক্রিকেট বোর্ড-বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলির বায়োপিক নির্মিত হচ্ছে বলিউডে। তাঁর ক্রিকেটযাত্রা নিয়ে বায়োপিক প্রযোজনা করছে পরিচালক লাভ রঞ্জনের প্রযোজনা সংস্থা লাভ ফিল্মস।
নানা তারকার নাম শোনা গেলেও এবার খবর, পর্দায় সৌরভ গাঙ্গুলি হচ্ছেন আয়ুষ্মান খুরানা। সূত্রের বরাতে বিনোদনভিত্তিক পোর্টাল পিপিংমুন ডটকম এক বিশেষ প্রতিবেদনে এই দাবি করেছে।
সূত্রটি পোর্টালির কাছে জানিয়েছে, দুই পক্ষের মধ্যে কয়েক মাস ধরে আলোচনা চলছে। সৌরভ গাঙ্গুলীও আয়ুষ্মান খুরানাকে বড় পর্দায় অভিনয় করার জন্য সবুজ সংকেত দিয়েছেন; দ্রুতই ব্যক্তিগতভাবে অভিনেতার সাথেও দেখা করবেন সৌরভ।
সূত্রটি জানিয়েছে যে, আলোচনা এখন এমন পর্যায়ে কেবলমাত্র কয়েকটি আনুষ্ঠানিকতা স্বাক্ষর করা বাকি রয়েছে।
পত্রপত্রিকার খবর, বায়োপিকে সৌরভের তরুণ বয়স থেকে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত দীর্ঘ যাত্রা প্রদর্শন হবে। সিনেমাটির বাজেট হবে ২০০ থেকে ২৫০ কোটি রুপি।
এম এস ধোনি, মোহাম্মদ আজহারউদ্দিন ও শচীন টেন্ডুলকারের পরে এটি হতে যাচ্ছে আরেক ভারতীয় ক্রিকেটারের জীবন নিয়ে চতুর্থ বায়োপিক।