avertisements 2

অপেক্ষা করেন, ‘আরও অনেক মেয়ে খেলা ছেড়ে দেবে’

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ মে,শনিবার,২০২৩ | আপডেট: ০২:০৯ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

সাজেদা খাতুন। ছবি: ফেসবুক

মাত্র ২২ বছর বয়সে ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জাতীয় নারী ফুটবল দলের অন্যতম তারকা সিরাত জাহান স্বপ্না। কেন তার এই সিদ্ধান্ত, সে বিষয়ে অবশ্য বিস্তারিত কিছু জানাতে চান না তিনি। তবে কিছুদিন আগে ফুটবল ছেড়ে দেওয়া জাতীয় দলের আরেক নারী ফুটবলার সাজেদা খাতুন বিস্ফোরক মন্তব্য করেছেন।

একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলে মেয়েদের কোনো ভবিষ্যৎ নেই বলে দাবি করেছেন সাজেদা। স্বপ্নার অবসর প্রসঙ্গে বলতে গিয়ে বলেছেন, ‘একটু অপেক্ষা করেন। আরও অনেক মেয়ে খেলা ছেড়ে দেবে।’

সদ্য ফুটবল ছেড়ে দেওয়া স্বপ্না সবশেষ সাফজয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। সাজেদাও ছিলেন সেই দলের অংশ। এ বছরের শুরুতে আনুচিং মগিনি ও তিনি ফুটবলকে বিদায় বলে দেন।

সব মিলিয়ে সাফজয়ী দলের তিন সদস্য ফুটবল থেকে অবসর নিয়েছেন। নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটনও পদত্যাগের ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় বলাই যায়, মেয়েদের ফুটবলে দ্রোহের আগুন জ্বলছে।

সাজেদা বলছেন, ‘আমাদের দেশে নারী ফুটবলের কিছু আছে? আমি জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নারী ফুটবলারদের কিছু দিয়েছে। একটু অপেক্ষা করেন আরও অনেক মেয়েরা খেলা ছেড়ে দেবে। এখানে কোন আশা নাই।’

গত বছর সাফ জয়ের পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের আর মাঠে নামা হয়নি। সাজেদার প্রশ্ন, ‘আমরা কেন ফুটবল খেলি। সারা জীবন শুধু ক্যাম্পই করব? সাফ জেতার পর ফুটবলারদের জন্য কিছুই আয়োজন করা হয়নি। আছি আমরা ফুটবলের জন্য, সেই ফুটবল খেলাই তো হয় না।’

আর্থিক কারণ দেখিয়ে কিছুদিন আগে অলিম্পিক বাছাইয়ে মেয়েদের দল পাঠায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই প্রসঙ্গ টেনে সাজেদা বলেন, ‘অলিম্পিক বাছাই পর্বে খেলার সুযোগ ছিল। ফেডারেশনের অবহেলায় সেটাও হয়নি। তাদের জিজ্ঞেস করে দেখেন, খালি এই সমস্যা, ওই সমস্যা বলবে। তাহলে কেন মেয়েরা আগামীতে ফুটবল খেলবে?’ 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2