সাংবাদিকদের ‘বাপের জুতা পরা ছবি’ নিয়ে কটূক্তি, ক্ষমা চাইলেন সালাউদ্দিন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ মে,
বুধবার,২০২৩ | আপডেট: ০৭:০৪ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন। ছবি : বাফুফে
বিতর্কে থাকতে হয়তো পছন্দ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। সাম্প্রতিক সময়ে নানা ইস্যুতে সমালোচনার জন্ম দিয়েছেন এই সাবেক ফুটবলার। ফের আলোচনায় সালাউদ্দিন। এবার ফুটবল প্রসঙ্গ নয় সাংবাদিকদের পরিবার নিয়ে কটূক্তি করেছেন সালাউদ্দিন। শেষমেশ চাপে পড়ে ক্ষমা চাইতে হলো বাফুফে সভাপতিকে।
গতকাল মঙ্গলবার (২ মে) এক ভিডিও বার্তায় সাংবাদিকদের পরিবার নিয়ে কথা বলায় দুঃখ প্রকাশের পাশাপাশি ক্ষমা চান সালাউদ্দিন। ওই ভিডিও বার্তায় ক্ষমা চেয়ে সালাউদ্দিন বলেন, ‘আমি জার্নালিস্টদের হার্ট করার জন্য বলিনি। আমি নাবিলের সঙ্গে একটা জিনিস নিয়ে জোক (মজা) করছিলাম। সেটা যে কেউ রেকর্ড করছিল আমি জানি না।’
ঘটনার সূত্রপাত মঙ্গলবার বাফুফে ভবনে সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে। যেখানে সংবাদ সম্মেলনে শুরুর আগে সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী এবং সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিকের সঙ্গে একান্তে কিছু কথা বলেন সালাউদ্দিন। আর সেখানেই ঘটে বিপত্তি।
সাধারণত প্রেস কনফারেন্স শুরুর আগে সাংবাদিকরা তাদের হাতে থাকা বুম, মাইক্রোফোন বা রেকর্ডার যন্ত্রগুলো চালু করে দেন। যে কারণে সালাউদ্দিনের কথাবার্তা ধরা পড়ে! ঠিক ওই সময় সালাউদ্দিন বলেন, ‘বাফুফেতে সাংবাদিক প্রবেশ করতে হলে বাবার ছবি লাগবে! জার্নালিস্টরা এখানে ঢুকতে গেলে তাদের আমার এখানে ফটো দিতে হবে তাদের বাপ-মার। আরেকটা কন্ডিশন হলো তার বাপের ফটো পাঠাবে, জুতা পরা। ঠিক আছে? এটা হতে হবে মেন্ডেটরি। বাপের জুতা পরা ছবি থাকতে হবে।’
আর এই ঘটনার অডিও প্রকাশের পরই সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে অনেকটা চাপের মুখে পড়ে শেষমেষ ভিডিও বার্তায় ক্ষমা চান সালাউদ্দিন।