avertisements 2

হঠাৎ আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন লিটন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ এপ্রিল,শনিবার,২০২৩ | আপডেট: ০৯:৫৬ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

হঠাৎ আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন লিটন দাস। জানা গেছে জরুরি পারিবারিক কারণে দেশে এসেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স। এক বিবৃতিতে তারা জানায়,‘শুক্রবার (২৮ এপ্রিল) জরুরি পারিবারিক কারণে লিটন দাসকে বাংলাদেশে ফিরে যেতে হয়েছে। এই কঠিন সময় পেরিয়ে যেতে তার ও তার পরিবারের জন্য আমাদের শুভকামনা।’

অবশ্য কয়দিন পর এমনিতেই আইপিএল ছাড়তে হতো লিটন দাসকে। দেশের খেলা থাকায় পুরো মৌসুম খেলা অনাপত্তিপত্র পাননি তিনি। ফলে আগামী ৫ মে ভারত থেকে সরাসরি ইংল্যান্ডে দলের সাথে যোগ দেবার কথা ছিল এই উইকেট কিপার ব্যাটারের।

পারিবারিক কারণ বলা হলেও ঠিক কী কারণে দেশে ফিরেছেন তা জানা যায়নি। তবে হয়তো এখানেই শেষ হতে যাচ্ছে এবারের মতো আইপিএলে লিটন অধ্যায়। যদিও মাঝের সময়টা খুব একটা ভালো কাটেনি লিটনের, খেলার সুযোগ পান মোটে একটি ম্যাচে; মাত্র ৪ রান আসে তার ব্যাটে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2