সানিয়া-শোয়েবের সংসারে কালো মেঘের ছায়া
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৯:০৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বেশ কিছুদিন ধরে ভারতীয় গণমাধ্যম সানিয়া-শোয়েবের দাম্পত্যে অশনিসংকেতের খবর দিয়ে আসছে। প্রতিনিয়ত সংবাদের শিরোনাম হচ্ছেন সদ্য টেনিসকে বিদায় জানানো সানিয়া মির্জা। তার পাকিস্তানি স্বামী ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে, এমন খবর ভেসে বেড়াচ্ছে বাতাসে।
সাবেক পাকিস্তান অধিনায়ক শোয়েব মালিক স্বদেশি অভিনেত্রী আয়েশা ওমরের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তবে আয়েশা জানিয়েছেন, শোয়েব তার ভালো বন্ধু। এর বেশি কিছু নয়। সবশেষ কলকাতার আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণ মঙ্গলবার জানিয়েছে, সানিয়া-শোয়েবের ঘর ভেঙে যাচ্ছে। শোনা যাচ্ছে, সানিয়া অভিনয়ে নামছেন। তবে সিনেমায় নয়, টিভি শোতে।
ভারতের টিভি সিরিয়াল নির্মাণে বড় নাম একতা কাপুর শিগগিরই ‘হ্যাং আউট’ নামে একটি চ্যাট শো শুরু করতে যাচ্ছেন। ওই শো’তে থাকার কথা সাবেক টেনিস সুন্দরী সানিয়ার। তবে এ ব্যাপারে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ২০১০ সালে সানিয়া ও শোয়েবের বিয়ে হয়। ইজহান মির্জা মালিক নামে তাদের একটি ছেলে রয়েছে। এদিকে সানিয়াকে নিয়ে গুঞ্জন কেউ পাত্তা দেন না বলে উলেখ করেছেন শোয়েব। তিনি বলেছেন, ‘এ কারণেই আমি ও সানিয়া কোনো বিবৃতি দিইনি।’