সানিয়ার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন শোয়েব মালিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ এপ্রিল,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৩৭ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
সানিয়া মির্জা ও শোয়োব মালিক। ছবি : সংগৃহীত
ক্রীড়া জগতে তুমুল জনপ্রিয় সানিয়া মির্জা-শোয়েব মালিকের জুটি। দুজনের খেলার অঙ্গনটা ভিন্ন হলেও সংসার জীবনে দুজন একসঙ্গে পার করে দিয়েছেন দীর্ঘ ১২ বছর।
এই তারকা দম্পতির ঘরই নাকি ভাঙনের পথে, বাজছে বিচ্ছেদের সুর—হঠাৎ করে নেট দুনিয়ায় চাউর হয় এই খবর। পছন্দের তারকাদের বিচ্ছেদের সংবাদ পেয়ে স্তম্ভিত হয়েছেন অনেকেই। তবে, আশার খবর হলো ভক্তদের সুসংবাদ দিয়েছেন পাকিস্তানি তারকা শোয়েব মালিক। বিচ্ছেদ নিয়ে শুরু হওয়া এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন এই তারকা ক্রিকেটার।
হিন্দুস্থান টাইমসের প্রতিবেদন অনুসারে পাকিস্তানের একটি নিউজ চ্যানেলের সঙ্গে কথোপকথনের সময় নিজেদের সংসার ইস্যুতে কথা বলেছেন শোয়েব। অনুষ্ঠানে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ককে জিজ্ঞাসা করা হয়েছিল, ‘চারপাশে গুজব চলছে যে সানিয়ার সঙ্গে আপনার সম্পর্ক ঠিক নেই। আপনি এ ব্যাপারে কী বলতে চান?’
এ প্রসঙ্গে শোয়েব জানান যে, তিনি ঈদে সানিয়ার সাথে সময় কাটাতে চেয়েছিলেন। তবে পেশাদার প্রতিশ্রুতির কারণে তারা একসাথে থাকতে পারেননি। সেই সঙ্গে সানিয়া চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যস্ত ছিলেন সেটাও উল্লেখ করেন।
পাকিস্তানি তারকা বলেন, ‘ওর(সানিয়া) আইপিএলে কাজ আছে। আইপিএল নিয়ে অনুষ্ঠান করছে। এ কারণেই আমরা একসঙ্গে হতে পারিনি। কিন্তু আমরা সব সময়ই ভালোবাসা বিনিময় করি। আমি ওকে খুব মিস করি। কতটা মিস করি, তা বলে বোঝাতে পারব না। পেশাদারিত্বের দায় থাকে। কিন্তু আপনি ঈদের সময় কাছের অনেক মানুষকেই মিস করবেন।’
বিচ্ছেদের গুঞ্জনে দুজন পাত্তা দেন না বলেও জানান শোয়েব। তিনি বলেছেন, ‘আমরা এসবে পাত্তা দেই না। এই জন্যই এ বিষয়ে দুজনেই কোনো বিবৃতি দেই না।’
২০০৯ সালে সম্পর্কে জড়ান দুই দেশের দুই তারকা খেলোয়াড়। ২০১০ সালে বিয়ে করেন সানিয়া ও শোয়েব। এর পর থেকে দুবাইয়ের পাম জুমেইরাহের একটি ভিলায় শোয়েব মালিকের সঙ্গে থাকতেন সানিয়া। ২০১৮ সালে তাঁদের ঘর আলো করে আসে পুত্র সন্তান। এদিকে চলতি বছরের জানুয়ারিতে টেনিস থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন ভারতীয় টেনিস তারকা।
শোয়েব মালিক সানিয়া মির্জা