আইপিএল খেলার জন্য আজ ঢাকা ছাড়বেন লিটন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:২৫ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ছবি: সংগৃহীত
চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম বারের মতো দল পেয়েছে টাইগার ওপেনার লিটন কুমার দাস। তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে টেস্ট সিরিজ থাকায় টুর্নামেন্টটির শুরুর থেকে যোগ দিতে পারেনি তিনি। আইরিশদের বিপক্ষে খেলা শেষ হওয়ায় আজ কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন লিটন। বিষয়টি নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
জানা গেছে, আজ ঢাকা থেকে সোজা কলকাতায় গিয়ে বিশ্রামে থাকবেন লিটন দাস। কারণ লিটন যখন সেখানে যাবে সেই সময় দল থাকবে আহমেদাবাদে। কারণ আজ সেখানে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কেকেআরের। সেই ম্যাচ খেলে কলকাতায় ফিরবে কেকেআর। তখন দলের সঙ্গে যোগ দেবেন লিটন। কলকাতার তরফে জানানো হয়েছে যে, তাদের পরের ম্যাচ থেকে লিটনকে খেলাতেও পারবে। কলকাতার পরবর্তী ম্যাচ ১৪ এপ্রিল হায়দ্রাবাদের বিপক্ষে।
প্রসঙ্গত, এবারের চলমান আইপিএলের ষোলোতম আসরে দল পেয়েছিলো তিন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে সাকিব আল হাসান এবং লিটনকে ২ কোটি টাকা ভিত্তি মূল্যে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে আয়াল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচে নামার আগে নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেয় সাকিব। তাই এবার তাকে দেখা যাবে না আইপিএলে, তার বদলে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে ইংলিশ ওপেনার জেসন রয়কে।
তবে সাকিব না আসলেও খেলতে যাবেন লিটন। এছাড়া আসরের শুরু থেকেই আইপিএলে যোগ দিয়েছে বাংলাদেশি আরেক ক্রিকেটার মুস্তাফিজুর রহমান। তিনি এবার খেলছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। তবে তিনি শুরু থেকে দলের সঙ্গে থাকলেও এখনো এক ম্যাচেও মাঠে নামার সুযোগ পায়নি।