avertisements 2

খেলা ফেলে হেলিকপ্টারে ঢাকায় সাকিব

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৫:৫৪ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ঢাকা প্রিমিয়ার লীগে মোহামেডানের অবস্থা যাচ্ছে তাই। আগের পাঁচ ম্যাচের চারটিতে হেরে তলানিতে ঐতিহ্যবাহী দলটি। দলটিকে এ পরিস্থিতি থেকে উদ্ধার করতে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি এবং টেস্ট সিরিজের মধ্যে সাকিব আল হাসানকে মাঠে নামান ক্লাব কর্মকর্তারা।  খেলেন জাতীয় দলের আরও দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবং রনি তালুকদার । এদের নিয়েই লীগে প্রথম জয়ের দেখা পেয়েছে মোহামেডান। গতকাল তারা ২২ রানে হারায় উড়তে থাকা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। তবে এদিন মোহামেডানের জয়ের চেয়ে বড় ঘটনা ছিল খেলার মধ্যেই বিজ্ঞাপনের কাজে বিকেএসপি থেকে হেলিকপ্টারে সাকিবের ঢাকা ফেরা।  এদিন অধিনায়ক হিসেবে টস করেন সাকিব। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে মোহামেডান সংগ্রহ করে ২৯০ রান। সাকিব ব্যাট হাতে করেন কেবল ৫ রান।

২৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা শেখ জামালের বিপক্ষে শুরু থেকেই বোলিং করেন সাকিব। দুই স্পেলে বোলিং করে দ্রুত নিজের ১০ ওভারের কোটা পূর্ণ করে ফেলেন তিনি। যদিও কোনো উইকেট পাননি। নিজের বোলিং কোটা পূর্ণ করার পরই মাঠ ছাড়েন সাকিব। নেতৃত্বের বাকি দায়িত্ব পালন করেন ইমরুল কায়েস। সাকিব সেখান থেকেই সোজা হেলিকপ্টারে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। জানা গেছে, তেজগাঁওয়ে বহুজাতিক প্রতিষ্ঠান ইয়ামাহার এক সংবাদ সম্মেলনে অংশ নিতেই এই কাণ্ড ঘটান দেশের অন্যতম সফল এই ক্রিকেটার। 

মোহামেডানের ছুড়ে দেয়া ২৯১ রানের লক্ষ্যে ৫৮ রান করে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান। যদিও অন্য প্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে। সৈকত আলী করেন ২৬ রান, ৩৬ রান করেন ফজলে মাহমুদ রাব্বি। তার দুর্ভাগ্য, রান আউট হয়ে যান তিনি। এছাড়া মিডল অর্ডারে পারভেজ রসুল ৫৬ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলে শেখ জামালের সম্ভাবনা তৈরি করেন। কিন্তু শেষ দিকে এসে ইংলিশ ক্রিকেটার জ্যাক লিন্টট এবং আবু জায়েদ রাহীর নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৪৯.২ ওভারেই ২৬৮ রানে অলআউট হয়ে যায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ফলে ২২ রানে জয় পায় মোহামেডান। 

সাদাকালোদের হয়ে ৩টি করে উইকেট নেন আবু জায়েদ রাহী এবং জ্যাক লিন্টট। ১টি করে উইকেট নেন নাজমুল হোসেন অপু এবং মেহেদী হাসান মিরাজ।  এর আগে ব্যাট করতে নেমে  এদিন শুরু থেকেই অস্বস্তিতে ছিলেন   রনি তালুকদার। শেষ পর্যন্ত মৃতুঞ্জয় চৌধুরীর বলে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে এসেছে ৪৪ বলে ৩২ রান। তবে ইমরুল কায়েসের সঙ্গে তাদের ৭৯ রানের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় মোহামেডান। মিডল অর্ডারে সাকিব, মিরাজ ব্যর্থ হলে ইমরুল কায়েসের কল্যানে ভালো পুজি পায় মোহামেডান। ইমরুল অবশ্য সেঞ্চুরির কাছে গিয়ে আউট হন। ১০১ বলে ১০ চার ও ২ ছক্কায় ৮৬ রানের ইনিংস খেলেন মোহামেডানের অধিনায়ক। শেষ দিকে মাহিদুল ইসলাম অঙ্কন ২২, আরিফুল হক ৩৯ ও জ্যাক লিনটটের ২৪ রানের ইনিংসে মোহামেডান ৭ উইকেট হারিয়ে ২৯০ রান করে। শেখ জামালের বোলারদের মধ্যে পারভেজ রাসুল ও আরিফ আহমেদ দুটি করে উইকেট নিয়েছেন। এছাড়া শফিকুল, মৃত্যুঞ্জয় ও সাইফ নিয়েছেন একটি করে উইকেট।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2