avertisements 2

স্ত্রীসহ সিনেমায় নাম লেখালেন কিংবদন্তি ওয়াসিম আকরাম

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২ এপ্রিল,রবিবার,২০২৩ | আপডেট: ০৭:০৬ পিএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

ছবি সংগৃহীত 

একসময়ে বল হাতে বিশ্বের সব বড় ব্যাটসম্যানকে কাবু করেছেন ওয়াসিম আকরাম। ওয়ানডে ক্রিকেটে প্রথম ৫০০ উইকেটের মাইলফলক অতিক্রম করেছিলেন তিনি। পাকিস্তানি এই পেসার একসময়ে ছিলেন দলের অধিনায়ক। ক্রিকেট বিশ্বে ওয়াসিম ‘সুলতান অব সুইং’ হিসেবেই সুপরিচিত।

২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানান ওয়াসিম আকরাম। মাঠের ক্রিকেটকে বিদায় জানালেও এর সঙ্গ ছাড়তে পারেননি তিনি। ম্যাচে কমেন্ট্রি বক্সে মাইক্রোফোন হাতে কিংবা কোচ হিসেবে ক্রিকেটের সঙ্গেই ছিলেন তিনি।

সর্বকালের অন্যতম সেরা বাঁ-হাতি এই পেসার এবার নাম লেখালেন সিনেমা জগতের রুপালি পর্দায়। ‘মানিব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ নামে পাকিস্তানি সিনেমায় অভিনয় করেছেন ওয়াসিম আকরাম। তিনি শুধু নিজে একা নন, সিনেমায় অভিনয়ে সঙ্গে নিয়েছেন স্ত্রীকেও।

পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, একাধিক টিভি বিজ্ঞাপনে উপস্থিত হওয়ার পর পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম প্রথমবারের মতো ‘মানি ব্যাক গ্যারান্টি’ ওরফে ‘এমবিজি’ সিনেমায় অভিনয় করেছেন। সঙ্গে তার স্ত্রী শানিয়েরাও রয়েছেন।

আসন্ন ঈদুল ফিতরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটির বিশেষ স্নিক পিক। ছবিটি আগামী এপ্রিলে মুক্তি পাবে বলে নির্মাতারা ঘোষণা করেছেন। পাকিস্তানি অভিনেতা ফয়সাল কুরেশির লেখা ও পরিচালনায় সিনেমাটি অ্যাকশন এবং কমেডিধর্মী থ্রিলার। তাই অভিনয় জগতে এমবিজি ওয়াসিমের জন্য প্রথম উপযুক্ত ‘অভিনয় প্রকল্প’ হিসেবে কাজ করবে।

এ সিনেমায় শুধু আকরাম দম্পতিই নয়, পাকিস্তানি হার্টথ্রুব ফাওয়াদ খান, অভিনেতা মির্জা গোহর রশিদ, শেহরিয়ার মুনাওয়ার, মানি ও মিকাল জুলফিকারসহ আরও কয়েকজন তারকাও রয়েছেন। জুলফিকার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এমবিজির ট্রেলার শেয়ার করেছেন।

১৯৬৬ সালের ৩ জুন লাহোরের পাঞ্জাবের জন্মগ্রহণ করেন ওয়াসিম আকরাম। এক সময় লাহোরের সরকারি ইসলামিয়া কলেজে উদ্বোধনী বোলার এবং ব্যাটসম্যান হিসেবে খেলতেন তিনি।

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একদিনের আন্তর্জাতিক ও টেস্ট ম্যাচে প্রতিনিধিত্ব করা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই বোলার ১৯৯২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এ ছাড়া তিনি ও ওয়াকার ইউনুস ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা বোলিং জুটি গড়েছিলেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্বও পালন করছেন তিনি।

টেস্ট ক্যারিয়ারে ১০৪ ম্যাচে দুই হাজার ৮৯৮ রান ও ওয়ানডেতে ৩৫৬ ম্যাচে তিন হাজার ৭১৭ রান করেছেন দ্য গ্রিন ম্যানদের এই ক্রিকেটার। এর মধ্যে ৩ সেঞ্চুরি ও ১৩ হাফসেঞ্চুরি রয়েছে তার। এ ছাড়া বল হাতে টেস্টে ৪১৪টি উইকেট নিয়েছেন এই বোলার। এর সঙ্গে লিস্ট ‘এ’ ক্রিকেটেও ৮৮১ উইকেট শিকার করেছেন।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2