জামাতার পর শ্বশুরও জিতলেন শিরোপা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ১১:৩৭ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
ট্রফি হাতে শাহীন আফ্রিদি ও শহীদ আফ্রিদি
পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিন বছর আগে। তবে সাবেকদের নিয়ে আয়োজিত লিজেন্ডস লিগ ক্রিকেট-২০২৩ টুর্নামেন্টে ৪১ বছর বয়সী আফ্রিদি মাঠে নেমেছিলেন। কাতারের দোহায় অনুষ্ঠিত এই লিগে বাজিমাত করল আফ্রিদির দল।
এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল তিনটি দল―এশিয়া লায়ন্স, ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টস। এশিয়া লায়ন্সের নেতৃত্বে ছিলেন আফ্রিদি। অন্যদিকে ইন্ডিয়া মহারাজাস ও ওয়ার্ল্ড জায়ান্টসের অধিনায়ক ছিলেন যথাক্রমে গৌতম গম্ভীর ও শেন ওয়াটসন। সোমবার ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটে উড়িয়ে দিয়ে শিরোপা জিতেছে এশিয়া লায়ন্স। শুক্রবার শহীদ আফ্রিদির মেয়ের স্বামী শাহীন শাহ আফ্রিদির নেতৃত্বে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শিরোপা জিতেছিল লাহোর কালান্দার্স। তিন পর শ্বশুর শহীদ আফ্রিদির নেতৃত্বে শিরোপা জিতল এশিয়া লায়ন্স।
ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসের দেওয়া ১৪৮ রানের লক্ষ্যে ৭ উইকেট ও ২৩ বল হাতে রেখে পৌঁছে যায় এশিয়া লায়ন্স। ওপেনার তিলকরত্নে দিলশান ৫৮ ও উপুল থারাঙ্গা ৫৭ রানের ইনিংস খেলেন। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের ঘূর্ণির সামনে বিপাকে পড়েন ওয়ার্ল্ড জায়ান্টসের ব্যাটাররা। মাত্র ১৯ রানেই শীর্ষ তিন ব্যাটারকে হারায় তারা। ১৭ রান করা ওপেনার লেন্ডল সিমন্স রান আউটের শিকার হন। আর মরনে ভ্যান উইক ও অধিনায়ক শেন ওয়াটসন আউট হন রাজ্জাকের বলে। দুজনই মেরেছেন ‘ডাক’। ওয়াটসন হয়েছেন এলবিডাব্লিউর শিকার আর ভ্যান উইক হয়েছেন বোল্ড।
৪ ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে রাজ্জাক পান ২টি উইকেট। তবে জ্যাক ক্যালিসের অপরাজিত ৭৮ ও রস টেইলরের ৩২ রানের কল্যাণে ১৪৭ রানের সংগ্রহ পায় ওয়ার্ল্ড জায়ান্টস। দারুণ বোলিংয়ের জন্য ম্যাচসেরা বা ‘লিজেন্ড অব দ্য ম্যাচ’ হয়েছেন আব্দুর রাজ্জাক। উপুল থারাঙ্গা জিতেছেন ‘লিজেন্ড অব দ্য টুর্নামেন্ট’-এর পুরস্কার। ৬ ম্যাচে ২২১ রান সংগ্রহ করেন তিনি।