avertisements 2

সাকিব একজন সত্যিকারের চ্যাম্পিয়ন বললেন শিশির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ মার্চ,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৪:৩৫ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪

Text

সাকিব ও তার স্ত্রী শিশির। ছবি: শিশিরের ফেসবুক হতে সংগৃহ

সাকিব দুর্দান্ত, সাকিব বিস্ময়কর; ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর এভাবেই সাকিবকে মূল্যায়ন করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। কারণ ব্যাট-বল হাতে দ্যুতি ছড়িয়ে বাংলাদেশের জয়ের নেপথ্যের কারিগর যে নাম্বার সেভেন্টি ফাইভ।

স্বামীর এমন পারফরম্যান্সে মুগ্ধ স্ত্রী উম্মে আহমেদ শিশিরও। তাইতো সুদূর যুক্তরাষ্ট্রে থেকেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা জানাতে ভুল করেননি শিশির।

আজ মঙ্গলবার (৭ মার্চ) নিজের অফিশিয়াল ফেসবুক পেইজে দেওয়া স্ট্যাটাসে ইংরেজিতে শিশির লেখেন, ‘একজন ব্যক্তি মধ্যমণি এবং একজন সত্যিকারের চ্যাম্পিয়ন।’ সঙ্গে জুড়ে দেন সাকিবের সঙ্গে নিজের একটি ছবিও।

নিজেদের মাঠে গতকাল সোমবার (৬ মার্চ) ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশ জিতেছে ৫০ রানের বড় ব্যবধানে। এই জয়ের ম্যাচের মূল নায়ক সাকিব আল হাসান। সাকিব ব্যাট হাতে ৭৫ রান করার পাশাপাশি বল হাতে ১০ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট। এমন অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে বিশ্বসেরার হাতে।

আর সাকিবের এমন পারফরম্যান্স মুগ্ধ অধিনায়ক তামিমও। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমার মনে হয় যে, আজ তার পারফরম্যান্স অসাধারণ। পুরো ক্যারিয়ারে অসাধারণ করেছে। আমি সবসময় বলি, সাকিবের মতো ক্রিকেটার যে কোনো দলের জন্যই আশীর্বাদ। আসলে সাকিব আজ বিস্ময়কর ছিল; সে যেভাবে ব্যাটিং করেছে, বিশেষ করে শেষদিকের ব্যাটসম্যানদের নিয়ে। তখন ওই ২০-২৫ রান খুব গুরুত্বপূর্ণ ছিল। পরে সত্যি বলতে উইকেটে তেমন স্পিন ছিল না। কিন্তু, সে যেভাবে বোলিং করেছে, সত্যিই দুর্দান্ত ছিল।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2