আজ হাইভোল্টেইজ ফাইনাল আবার কুমিল্লা নাকি সিলেটের প্রথম?
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ ফেব্রুয়ারী,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০১:৫৯ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আজ গ্র্যান্ড ফাইনাল। সিজন নাইনের হাইভোল্টেইজ ফাইনালে মাশরাফি বিন মুর্তোজার সিলেট স্ট্রাইকার্স-এর বিপক্ষে লড়বে গত আসরের চ্যাম্পিয়ন ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুর স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে ছ'টায়।
সিজন নাইনে সেরা দুই দলই খেলছে ফাইনালে। দুটি দলই দারুণ এক টুর্নামেন্ট কাটাচ্ছে। কুমিল্লা প্রথম কোয়ালিফায়ারে এই সিলেটকেই ৪ উইকেটে হারিয়ে উঠেছে ফাইনালে। ওই হারে নিজেদের দ্বিতীয় লাইফলাইন কোয়ালিফায়ার টু ম্যাচে রংপুর রাইডার্সকে ১৯ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে সিলেট। ব্যাটিং সিলেটের প্রধান শক্তি।
আসরের দুই টপ ব্যাটসম্যান নাজমুল শান্ত ও তৌহিদ হৃদয় ছাড়াও অভিজ্ঞ মুশফিক রহিম ও জাকির হাসান সিলেটের ব্যাটিংয়ের বড় স্তম্ভ। পাকিস্তানী ক্রিকেটাররা চলে যাবার পর রায়ান বার্ল, অলরাউন্ডার জর্জ লিন্ডে, আফগান শফিকুল্লাহ জাফরানি, ইসুরু উদানার মত টি-টোয়েন্টি স্পেশালিস্টদের এনেছে সিলেট। তবে দল হিসেবে কুমিল্লাও কম যায় না। লিটন দাস, মোসাদ্দেকের সাথে সুনিল নারাইন, আন্দ্রে রাসেল, মইন আলী ও জনসন চার্লস-এর মত পরিক্ষিত পারফরমাররা খেলছেন কুমিল্লার হয়ে।