avertisements 2

কোনো ম্যাজিক নাই, সব আল্লাহর রহমত : মাশরাফি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৫ ফেব্রুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০১:০৬ এএম, ১৩ মে,সোমবার,২০২৪

Text

ছবি সংগৃহীত 

বিপিএলের নবম আসরের ফাইনাল নিশ্চিত করে ফেলল সিলেট স্ট্রাইকার্স। ১৬ ফেব্রুয়ারি তারা মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এই প্রথম সিলেট উঠল বিপিএলের ফাইনালে। আর এই অর্জনের পেছনে অন্যতম কারিগর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। বিপিএলের ৯ আসর এই নিয়ে পঞ্চমবার ফাইনালে পা রাখলেন ম্যাশ। আগের চারবারই তিনি উঁচিয়ে ধরেছেন ট্রফি। তাহলে কি মাশরাফি কোনো জাদু জানেন? 

রংপুর রাইডার্সের বিপক্ষে ১৯ রানে জয়ের পর সংবাদ সম্মেলনে এসে কোনো ম্যাজিকের কথা উড়িয়ে দেন। তিনি বলেন, 'কোনো ম্যাজিক না, সবই আল্লাহর রহমত ভাই। হারিনি বলে যে হারব না তা না, আবার হেরে যাব সেজন্য নামব না। তো আমার মনে হয়, যা হয়েছে পিছনে তা আর স্মরণ করে লাভ নাই। পরশু আমাদের একটা ফাইনাল আছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। যদিও কুমিল্লা টিম এই টুর্নামেন্টে যে কারও থেকে অনেক অনেক ভালো।'

ফাইনালে ওঠার কৃতিত্ব সৃষ্টিকর্তা এবং সতীর্থদের দিয়ে সিলেট অধিনায়ক আরও বলেন, 'তবে এর মানে এই না যে তাদের সঙ্গে আমরা আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব না। পুরো টুর্নামেন্টে আমরা আমাদের যে স্বাভাবিক ক্রিকেট খেলে এসেছি, আমরা আমাদের মনযোগ যদি ধরে রাখতে পারি, নিজ নিজ অবদান যদি ঠিকমতো হয়, তাহলে কেন নয় (ফাইনালে জয়)? কিন্তু আমার ম্যাজিক বলে কিছু নেই। সব আল্লাহর রহমত আর ভালো খেলেছে ছেলেরা। আমি আশা করছি, তারা আরেকটা ভালো ম্যাচ খেলবে।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2