শুক্রবার ভাষা শহীদদের শ্রদ্ধায় বিপিএল ছিল ‘বাংলাময়’
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ ফেব্রুয়ারী,শনিবার,২০২৩ | আপডেট: ০৯:৪৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
ছবি: সংগৃহীত
গতকাল শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর নবম আসরের প্রথম পর্বের শেষ দিনের খেলা। আর এদিন দেখা গিয়েছিল চলমান আসরের অন্যরকম বিপিএল। এক দিনের জন্য বদলে গিয়েছিল বিপিএল ধারাভাষ্য ও সাক্ষাৎকারের বরাবরের ভাষা, গোটা দিনজুড়ে স্বরণ করা হয় ভাষা শহিদদের। যদিও আগেই জানানো হয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষার মাস উপলক্ষ্যে বিশেষ এই উদ্যোগ নেওয়া হবে।
বিপিএলের ধারাভাষ্য বরাবরই হয়ে থাকে ইংরেজিতে। কিন্তু গতকাল শুক্রবার হয়েছে তার ব্যতিক্রম। বেশির ভাগটা জুড়ে ইংরেজি থাকলেও ধারাভাষ্যকক্ষ থেকে মাঝেমধ্যে ভেসে এসেছে বাংলা ভাষাও। এদিন বিসিবি স্মরণ করছে ১৯৫২ সালের ২১-এ ফেব্রুয়ারিতে প্রাণ হারানো ভাষা শহিদদের। এছাড়া মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বিপিএল এদিন ছিলো বাংলাময়। বড় পর্দায় ভেসে উঠছে ভাষা শহীদদের শ্রদ্ধা জানানো নানা লেখা। ক্রিকেটাররা পরেছিলেন বাংলা বর্ণের লেখা ‘আর্মব্যান্ড’।
শুধু ক্রিকেটার এবং বড় পর্দায় না পরিবর্তন এসেছিল ধারাভাষ্যকারদের পোশাকেও। এদিন খেলা শুরু হওয়ার আগে ধারাভাষ্যকাররা মাঠে নেমেছেন। তাদের গায়ে বাংলা অক্ষর লেখা বিভিন্ন ছবিসহ পাঞ্জাবি ও শাড়ি ছিল। এছাড়া ম্যাচের আগে-পরে ক্রিকেটারদের সাক্ষাৎকারও নেওয়া হচ্ছে বাংলায়।