সিলেট স্টেডিয়ামে ঢুকতেই হোঁচট খেয়ে পড়ে গেলেন পাপন
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জানুয়ারী,মঙ্গলবার,২০২৩ | আপডেট: ০৫:১৫ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
বিপিএল সিলেট পর্ব প্রায় শেষের পথে। (সোমবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা দেখতে এসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। স্টেডিয়ামে ঢুকতে গিয়ে তিনি পড়েন বিব্রতকর অবস্থায়।
ভিআইপি বক্সে ঢোকার আগে ক্রিকেট ভবনের সামনে সিঁড়িতে হোঁচট খেয়ে সামনের দিকে বাজেভাবে পড়ে যান পাপন। সঙ্গে সঙ্গে তাকে দৌড়ে গিয়ে ধরেন সঙ্গে থাকা বিসিবি কর্তারা। তাৎক্ষণিক উঠেও দাঁড়ান তিনি।
ভাগ্য ভালো, বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তেমন আঘাতও পাননি পাপন। এ ঘটনায় স্টেডিয়ামের অবকাঠামোগত ত্রুটি বা কারও কোনো দোষ দেখছেন না পাপন। বিসিবি সভাপতি জানান, অসাবধানতাবশত নিজের দোষেই পড়ে গেছেন তিনি।
সোমবার দুপুরে ঢাকা ডমিনেটর্স ও রংপুর রাইডার্স ম্যাচের ঠিক আগ মুহূর্তে সিলেটে এসে পৌঁছান পাপন। স্টেডিয়ামের চারদিকে বোর্ড প্রেসিডেন্টকে স্বাগত জানিয়ে টাঙানো হয় প্ল্যাকার্ড। সিলেটের মাঠে প্রায় প্রতিটি ম্যাচেই দেখা গেছে গ্যালারি ভর্তি দর্শক। বিপিএলের প্রতি সিলেটবাসীর আগ্রহ থাকলেও বিভিন্ন অনিয়মের কথা বলছেন দর্শকরা।