avertisements 2

ভারতে খেলার মাঠেই মারা গেলেন বাংলাদেশের সাবেক ফুটবলার

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ জানুয়ারী,সোমবার,২০২৩ | আপডেট: ০৬:৪১ এএম, ১৮ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ফুটবল মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বাংলাদেশের সাবেক ফুটবলার মো. হানিফ রশিদ ডাবলু। ঢাকা সোনালী অতীত ক্লাবের ফুটবল দল ভারতের শিলিগুড়িতে মেরিকো অ্যাগ্রো গোল্ড কাপ নক আউট ভ্যাটার্নস ফুটবল টুর্নামেন্ট খেলতে গেছে। এ দলেরই সদস্য ছিলেন ডাবলু। আজ রবিবার বিকেলে খেলার মাঠেই মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৫৬ বছর।

ঢাকা সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক সাবেক তারকা ফুটবলার ইলিয়াস হোসেন ডাবলুর মৃত্যুর ব্যাপারে বলেছেন, ‘১২ মিনিটের মতো খেলার পর এ দুর্ঘটনা ঘটে। ডাবলু ভাই একটি কর্নার কিক মেরে দৌড়িয়ে মাঝমাঠে গিয়ে মাটিতে পড়ে যান। সবাই খেলা বন্ধ করে গিয়ে দেখেন তার মুখ দিয়ে লালা বের হচ্ছে। তাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।’

সোনালী অতীত ক্লাবের বর্তমান সভাপতি ও সাবেক তারকা ফুটবলার মো. হাসানুজ্জামান খান বাবলু বলেছেন, ‘১২ মিনিট পর খেলা বন্ধ হয়ে যায়। সবাই মিলে ডাবলুকে হাসপাতালে নিয়ে যায়। টুর্নামেন্টে খেলা বাতিল করে পুরো দল সোমবার ঢাকায় ফিরে আসছে।’

হানিফ রশিদ ডাবলু ঢাকার ফুটবলে পরিচিত মুখ ছিলেন। তিনি রহমতগঞ্জ, আরামবাগ ও ইয়ংমেন্স ক্লাবের হয়ে ওই সময়ে প্রথম বিভাগ লিগে অংশ নিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ঢাকা সোনালী অতীত ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2