avertisements 2

সড়ক দুর্ঘটনা রোধে খুলনায় পরীক্ষামূলক থ্রি ডি রোড ক্রসিং স্থাপন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ফেব্রুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ১২:১৮ এএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫

Text

খুলনা শহরে সর্বপ্রথম দিঘলিয়া উপজেলার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে ও কুয়েটের শিক্ষার্থী ও অন্যান্য পথচারীদের নিরাপত্তার স্বার্থে পরীক্ষামূলক ত্রিমাত্রিক (থ্রিডি) রোড ক্রসিং স্থাপন করা হয়েছে। পথচারীদের যত্রতত্র রাস্তা পার না হয়ে ট্রাফিক সাইনের প্রতি আকৃষ্ট করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে।

দূর থেকে থ্রি ডি রোড ক্রসিং সহজেই দৃষ্টিগোচর হবে। রাস্তায় বিশেষভাবে অঙ্কিত ডিজাইনটি দূর থেকে মনে হবে রাস্তার মাঝে উঁচু বেষ্টনী তৈরি করা রয়েছে। ফলে যানবাহন চালক ও পথচারীরা পথ চলায় অধিক সতর্কতা অবলম্বন করতে পারবেন।

আজ সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট পকেট গেটের সামনে) ত্রি-মাত্রিক (থ্রিডি) রোড ক্রসিং এর উদ্বোধন করেন দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম।

উদ্বোধনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ইঞ্জিনিয়ার আবু তারেক সাইফুল কামাল, যোগীপোল ইউপি চেয়ারম্যান মোঃ সাজ্জাদুর রহমান লিংকন প্রমুখ। নগরীর খানজাহান আলী থানার অন্তর্গত কুয়েট সড়কটি এলজিইডির আওতাধীন। এটি দিঘলিয়া উপজেলাধীন যোগীপোল ইউনিয়নের ভেতর দিয়ে গেছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2