অল্পের জন্য রক্ষা পেলেন রিজভী
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:২৫ পিএম, ১ জানুয়ারী,শুক্রবার,২০২১ | আপডেট: ১২:০৪ পিএম, ১১ মে,রবিবার,২০২৫

অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার পৌনে তিনটার দিকে কলারোয়া–যশোর মহাসড়কের কলারোয়া বাজারে রিজভীকে বহনকারী গাড়িটি দুর্ঘটনারকবলে পড়ে। এসময় তার সাথে গাড়িতে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশণা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
তিনি ঢাকার উদ্দেশে সাতক্ষীরা থেকে যশোর বিমান বন্দরে আসছিলেন। ঘটনাস্থল থেকে মোবাইলে রুহুল কবির রিজভী জানান, তাকে বহনকারী প্রাইভেট কারটি দুর্ঘটনার কবলে পড়েছে। সাতক্ষীরার কলারোয়া উপজেলা থেকে যশোর বিমান বন্দরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে একটি ভ্যান প্রাইভেটকারের সামনে পড়ে। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হলেও তারা ঠিক আছেন। তবে, আঘাত পেলেও তেমন গুরুতর নয় বলে জানান রিজভী।
সাতক্ষীরার কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সাফাই সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্কের জন্য দিন ধার্য ছিল। এই মামলায় সাবেক ছাত্রনেতা হাবিবুল ইসলাম হাবিবকে আসামি করা হয়।