নির্বাচন-পরবর্তী সহিংসতার মামলায় জেলা আ.লীগের সহসভাপতি কারাগারে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,বৃহস্পতিবার,২০২৪ | আপডেট: ০২:৪৩ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
মেহেরপুরের নির্বাচন-পরবর্তী সহিংসতার মামলায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) দুপুরে মেহেরপুর মুজিবনগর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জাহিদুর রহমান জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিকাল ৪টার দিকে পুলিশ পাহারায় জিয়াউদ্দিন বিশ্বাসকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস নির্বাচনে মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নানের পক্ষে নির্বাচন করেন।
আদালত সূত্রে জানা গেছে, ৮ জানুয়ারি রাতে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের ২৫ জন আহত হয়। এ ঘটনায় মুজিবনগর থানায় নৌকার সমর্থক আলতাফ হোসেন বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসসহ ২৫ জনের নামে হামলা ও ভাঙচুরের মামলা করেন (মামলা নম্বর-৩)। সেই মামলায় দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, ৮ জানুয়ারি রাতে নৌকার আনন্দমিছিল থেকে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাসের বাড়ির সামনে এক সমর্থককে চড়-থাপ্পড় মারা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার ঘটে।