শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ১২:২৫ পিএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
অগ্রাহায়নের শেষে শীতে কাঁপছে দেশের দক্ষিন-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। কনকনে ঠান্ডায় তীব্র শীতে বিপর্যস্ত হয়ে উঠছে খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা। আগামীদিনে শীতের তীব্রতা আরো বাড়বে। সপ্তাহজুড়ে ক্রমাগত তাপমাত্রা কমতে ছিল এ জেলায়। তাপমাত্রার পারদ নীচে নেমে আজ ঠেকেছে ১১ ডিগ্রীতে।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যেক্ষনাগার থেকে আজ বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকাল ছয়টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.০ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৫%। সকাল ৯ টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৮ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৮৯%।
আগামীদিনে এ জেলার তাপমাত্রা আরো কমতে পারে।৷ বাড়তে পারে শীতের তীব্রতা। সেইসাথে শৈত্য প্রবাহ আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পর্যবেক্ষনাগারের পর্যবেক্ষকগন।