avertisements 2

সিডনিতে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সংবাদ বিজ্ঞপ্তি
প্রকাশ: ১২:০০ এএম, ১০ সেপ্টেম্বর,শনিবার,২০২২ | আপডেট: ০৭:৪০ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

গত ৬ই সেপ্টেম্বর ২০২২ লাকেম্বাস্হ রেলওয়ে প্যারাডে এ অষ্ট্রেলিয়া বি এন পি এর আহবায়ক প্রফেসর ড: হুমায়ের চৌধুরী রানা এর সভাপতিত্বে এবং সদস্য সচিব হায়দার আলীর পরিচালনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। কোরআন তিলাওয়াত এর মাধ্যমে সভার কার্যক্রম শুরু করা হয়।কোরআন তিলাওয়াত করেন জনাব মনজুরুল হক আলমগীর।আলোচনায় অংশগ্রহন করেন অষ্ট্রেলিয়া বিএন পির সাবেক সদস্য সচিব , জিয়া ফোরামের সভাপতি সোহেল মাহমুদ ইকবাল, অস্ট্রেলিয়া বি এন পির সাবেক সদস্য সচিব এবং জিয়া ফারাম অস্ট্রেলিয়ার সাধারন সম্পাদক জাকির আলম লেনিন, জিয়া ফোরাম  অস্ট্রেলিয়ার সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম রনি সবাই তাদের বক্তব্যে দলের প্রতিষ্ঠাতা মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্বার মাগফেরাত কামনা করেন এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্হতা ও দীর্ঘায়ু কামনা করেন। দলের সাফল্য কামনা করে ড: হুমায়ের চৌধুরী বলেন, দেশে আজ গনতন্ত্র নেই , দুর্নীতি তে নিমজ্জিত প্রশাসন সহ সরকারের সকল পর্যায়ের নেতৃবন্দ ।খুন রাহাজানিতে দেশের মানুষ আতংকিত।দেশে আজ মানবাধিকার নেই, ভোটের অধিকার নেই, বাকস্বাধীনতা নেই।দেশের সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন ।দেশ এবং জাতীর ক্রান্তিকালে আমাদের নেতা জিয়াউর রহমানর মত ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবেএবং দেশে গনতন্ত্র , মানবাধিকার পুনপ্রতিষ্টার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার অংগীকারবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
 মো: ফরিদ মিয়া,ফয়জুর চৌধুরী,
অধ্যাপক মন্জুরুল হক আলমগীর,সৈয়দা মিতা কাদরী
সা’দ সামাদ,রকিবুল আলম মিয়া অপু,ইয়াসিন আরাফাত অপু
আনিসুর রহমান,মো: সাইফুল ইসলামi,সৈয়দ তানবীর আলম,
মাহমুদা বেগম,মিজানুর রহমান
তাফতুন নাঈম নিতু,
বেহানা রহমান সালমা,মোস্তাফিজুর রহমান,মোবারক মিয়া,আব্দুল হাকিম,আবু বকর সিদ্দীক, মোহাম্মদ জাকারিয়া,মোহাম্মদ রেজাউল করিম,মোঃ খোরশেদ আলম,মোহাম্মদ আলম,মোঃ আসলাম খান,শাহিনুর রহমান,আনোয়ার হোসেন । 

অনুষ্ঠানে ল্যাকেম্বাতে আলোক সজ্জ্বা করা হয় এবং এবং দলীয় পতাকার আদলে একটি বিশাল কেক কেটে ল্যাকেমেবাতে সেই সময় উপস্থিত সকলের মাঝে বিতরন করা হয় ।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2