সিডনির স্থানীয় সরকার নির্বাচনে ভোটগ্রহণ শনিবার, অংশ নিয়েছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৯:১০ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর আমেজের মধ্য দিয়ে স্থানীয় সময় আসছে শনিবার সকাল ৮টায় শুরু হয়েছে অস্ট্রেলিয়ার প্রধান রাজ্য নিউ সাউথ ওয়ালেসের স্থানীয় সরকার নির্বাচন। বিকাল ৪ পর্যন্ত চলবে ভোট গ্রহণ। রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী অংশগ্রহণ করায় প্রচার প্রচারণা ও ভোট প্রদানের আনন্দও অন্যরকম।প্রায় ৩০ জন বাংলাদেশি স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে ৭ জন নারীও রয়েছেন।
প্রতিটি কাউন্সিলে আগাম ভোট প্রদান শুরু হয়ে গেছে। করোনা পরিস্থিতির মধ্যেও নির্বাচন ঘিরে সরগরম সিডনি । বিশেষ করে বাংলাদেশি প্রার্থীরা নানাভাবে প্রচারণা চালাচ্ছেন।
ক্যান্টাবেরি-ব্যাংকসটাউন কাউন্সিলে বাংলাদেশি কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন লুৎফুল কবির , আবু সুফিয়ান, সাজেদা আক্তার , ফাইজুন নাহার, এন এম মাসুম, মাহবুবুর রহমান, ক্যাম্বারল্যান্ড কাউন্সিলে সুমন সাহা, রিজেন্ট পার্কে সাবরিন ফারুকি, ক্যাম্বেলটাউন কাউন্সিলে বাংলাদেশি কাউন্সিলর পদপ্রার্থীরা মাসুদ চৌধুরী,মোহাম্মদ ইব্রাহীম খলিল মাসুদ, আবুল হোসাইন সরকার, খান মোরশেদা, সফিউজ্জামান এমডি, হোসাইন খুরশিদা, নাসরিন সুলতানা, সুলতানা শারমিন ও চৌধুরী আফজালক্যামডেন সিটি কাউন্সিল থেকে হাসিন জামান ও সৈয়দ সামনান, লিভারপুল সিটি কাউন্সিল থেকে সৈয়দ হাসানউদ্দিন মাহাদী,সাইফুল ইসলাম, এএসএম মাহবুব মোরশেদ প্রমুখ।
প্রবাসী বাংলাদেশিদের বেশিরভাগই অস্ট্রেলিয়ার প্রধান তিনটি দল বর্তমান ক্ষমতাসীন লিবারেল পার্টি প্রধান বিরোধী দল লেবার পার্টি ও গ্রীন পার্টি থেকেও মনোনয়ন পেয়েছেন। তবে কেউ কেউ লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবেও।
সিডনি তথা নিউ সাউথ ওয়েলসের স্হানীয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের বিজয়ী করার আহ্বান জানিয়ে কমিউনিটির বিশিষ্টজনরা। তারা বলেন নির্বাচনে আমাদের কেউ বিজয়ী হলে কমিউনিটি হিসেবে আমরাই শক্তিশালী হবো। তারা বলেন অস্ট্রেলিয়ার মাটিতে বিপুল সংখ্যক বাংলাদেশি প্রার্থীর মূলধারার রাজনীতিতে অংশগ্রহণ সত্যিই ইতিবাচক। এই বাংলাদেশিরাই বিশ্বের বুকে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।