মাল্টিকালচারাল সোসাইটি অব নিউ সাউথ ওয়েলস্ এর উদ্যোগে হারমনি ডে উদযাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১০:৩৯ এএম, ২২ ডিসেম্বর,রবিবার,২০২৪
অস্ট্রেলিয়ায় Harmony Day এবং জাতিসংঘের আন্তর্জাতিক বর্নবাদ নিরসন দিবস একই অর্থ বহন করে এবং একই দিনে অনুষ্ঠিত হয়। এই দিনের মূল মেসেজ হচ্ছে আমরা সবকিছুর সাথে রয়েছি, আমরা একে অপরের সাথে রয়েছি, আমরা সবাই সমান গুরুত্ব বহন করি। অর্থাৎ মানুষে মানুষে ভেদাভেদ তৈরী করা যাবেনা। ত’হলে দেশ তথা বিশ্ব এগোবেনা। অর্থাৎ অমিল নয়; আমরা শুধু মিল খুঁজবো।
আমরা জানি ২১ মার্চ ১৯৬০ সালে দক্ষিন আফ্রিকার শার্পভিলে apartheid laws (apartheid-apartness-segregation বা বিচ্ছিন্নকরন) বা যে আইনে আফ্রিকার সাদা মানুষদের জন্য আলাদা স্থাপনা-স্কুল, রেঁস্তোরা বা আবাসন এলাকা নির্দিষ্ট করা হয়েছিলো সেই আইনের বিরুদ্ধে শান্তিপূর্ণ মিছিলে গুলি করে ৬৯ জন কালো মানুষকে হত্যা করা হয়েছিলো এবং ১৮০ জন মারাত্মকভাবে আহত হয়েছিলো। ১৯৬৬ সালে জাতিসংঘের সাধারন পরিষদে এই দিবসটি International Elimination of Racial Discrimination Day হিসেবে পালিত হওয়ার পর থেকে অদ্যাবধি চলছে। অস্ট্রেলিয়াতে Harmony Day হিসেবে পালিত হয়।
আমরা Multicultural Society of New South Wales প্রতি বছর ২১ মার্চ পালন করে থাকি। কোভিড-১৯ বিধিনিষেধের কারনে যথা সময়ে পালন সম্ভব হয়নি। Multicultural NSW(GOVT) এর পক্ষ থেকে অর্থবছর ৩০ জুন পর্যন্ত পালনের সময় সীমা ছিলো(যেহেতু গুরুত্বপূর্ণ দিবস পালনে সরকারী অনুদান দেয়া হয়)। তাই ২৬ জুন শনিবার ইঙ্গলবার্ন গ্রেগ পার্সিভাল কমিউনিটি হলে অর্ধেক আসন সংখ্যা ব্যবহারের শর্তে এবং অন্যান্য স্বাস্থ্য বিধি মেনে নিয়ে আমরা দিবসটি সংক্ষিপ্তাকারে উজ্জাপন করেছি।
এই দিনে আমরা কমিউনিটির সবাই সম্ভব হলে একত্রে ব্রেকফাস্ট করি, একত্রে লান্চ করি। পারষ্পরিক কথা বলি। একে অপরের কাছাকাছি আসার বা যাওয়ার চেষ্টা করি। অন্য স্বাভাবিক সময়ে বহুজাতিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি। আমরা সবাই কমিউনিটিতে সবার অবদানের কথা গর্বিত স্বরে বর্ননা করি। আমরা সবাই বলতে চেষ্টা করি আমিও এই সমাজের অংশ। আমারও এই সমাজে অবদান রয়েছে।
এবছর আমরা অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে শুরু করে Multicultural Society of New South Wales এর সভাপতি এনাম হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনাসভা শেষে একত্রে সামাজিক দূরত্ব অনুসরন করে মধ্যাহ্নভোজে অংশগ্রহন করি। আলোচনাসভায় আলোচনা করে বা উপস্থিত থেকে অংশগ্রহন করেন যথাক্রমে সংগঠনের জেনারেল সেক্রেটারী মো: শফিকুল আলম শফিক, মাহাবুব চৌধুরী, মনিরুল হক জর্জ, আবুল সরকার, আব্দুল খান রতন, কায়সার আহাম্মেদ, ইকবাল ফারুক, নোমান শামীম, শিবলী সোহেল আবদুল্লাহ,জয়েন্ট জেনারেল সেক্রেটারী কাশফি আলম, ট্রেজারার হ্যারী আধিকারী, অর্গানাইজিং সেক্রেটারী আশিক রহমান এ্যাশ, কামাল পাশা, প্যাসিফিক আইল্যান্ডার কমিউনিটির মোনা গ্লাসি স্ট্রাইকল্যান্ড, মাল ফ্রুয়ান, জন, যোডি, আফগান কমিউনিটির মীনা সেকান্দার, ভিয়েতনাম কমিউনিটির জেনিফার ট্রান, খালেদা কায়সার, মিলি ইসলাম,মো: নীরব, মো: সোহেল, তোয়াসিন, অলিউর রহমান, রাফিদ, কান্তা, প্রোজল, প্রকাশ হুমাগাইন, শামপিন কামাল, তামান্না চৌধুরী নিতু, ডলি প্রমুখ