অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশী খ্যাত নজরুল ইসলাম আর নেই
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ২০ জুন,রবিবার,২০২১ | আপডেট: ১০:০৯ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অস্ট্রেলিয়ার প্রথম বাংলাদেশী খ্যাত বিশিষ্ট প্রবীন কমিউনিটি ব্যাক্তিত্ব নজরুল ইসলাম আর নেই ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলেইহে রাজেউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বৎসর। নি আজ (২০ জুন ২০২১) সন্ধ্যায় নেপিয়ান হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সিডনির পশ্চিমাঞ্চলীয় সাবার্ব সেন্ট ক্লেয়ার পরিবারসহ বসবাস করতেন। নজরুল ইসলাম মৃত্যুকালে তাঁর স্ত্রী, দুই ছেলেমেয়ে এবং দুই নাতি-নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন
নজরুল ইসলাম ১৯৩৯ সালে পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। জিওলজি-মাইনিং এ লেখাপড়া শেষ করে ১৯৭০ সালে তিনি মাইগ্রেশন নিয়ে অস্ট্রেলিয়ায় আসেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে তিনি বাংলাদেশের পক্ষে জনমত সংগ্রহের জন্য বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন। একজন দপ্তরহীন রাষ্ট্রদূতের মত তিনি অস্ট্রেলিয়া সরকার এবং মুজিবনগর সরকারের সাথে যোগাযোগ রেখেছিলেন। একজন প্রবীণ বাংলাদেশী হিসেবে তিনি কমিউনিটির বিভিন্ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখেছেন।
১৯৯৬ সালের দিকে তিনি অস্ট্রেলিয়ায় গ্রামীণ সাপোর্ট গ্রুপ প্রতিষ্ঠা করেন। তখন তাঁর উদ্যোগে সিডনির অনেকেই গ্রামীণ ব্যাংকে একাউন্ট করেছিলেন।
১৯৯৮ সালে বাংলাদেশ ভয়াবহ বন্যার পরে তিনি সিডনিতে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটি প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখেন।
২০১০ সালে গ্রামীণ শিক্ষা কার্যক্রমের অধীনে সিডনি-বাসীদের সহযোগিতায় বাংলাদেশের অনেক দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদানের ব্যবস্থা চালু করেছিলেন তিনি।
তিনি ছিলেন সদালাপী, বন্ধুবৎসল, সজ্জন এক ব্যক্তিত্ব। বিশেষ করে বাংলাদেশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। তার মৃত্যুতে অস্ট্রেলিয়ার বাংলাদেশ কমিউনিটিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
আমরা তার রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তথ্য সূত্রঃ আনিসুর রহমান