দেশে বেড়াতে গিয়ে আর অস্ট্রেলিয়া ফেরা হলো না সাদ্দাম খানের
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ জানুয়ারী,রবিবার,২০২৩ | আপডেট: ০২:৩৫ এএম, ২৮ মার্চ,শুক্রবার,২০২৫

সিডনির বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ , ক্রীড়া সাংবাদিক ও ইয়েস টিভির সত্ত্বাধিকারী, সাদ্দাম খান আর নেই। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি সম্প্রতি বাংলাদেশে সপরিবারের বেড়াতে গিয়ে ভয়াবহ অগ্ন্যাশয় ইনফেকশন নিয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন। পরে তার অবস্থার অবনতি হলে আইসিইউ-তে প্রায় ১২ দিন লাইফ সাপোর্টে ছিলেন. এর পর তার অবস্থার একটু উন্নতি হলে ও গতকাল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই নাবালক সন্তান রেখে যান। তাকে বাংলাদেশে দাফন করা হবে।
কমিউনিটি উদ্দ্যোগে সাদ্দাম খানের গায়েবি জানাজা আয়োজন করা হয়েছে । আজ ২৯ জানুয়ারি (রবিবার) দুপুর ১২ টা ৪৫ মিনিটে ল্যাকাম্বা বড় মসজিদে ও ১৩ঃ৩০ সেন্ট ম্যারিজ মসজিদে অনুষ্ঠিত হবে। মরহুমের বন্ধু বান্ধব ও শুভাকাঙ্ক্ষীরা নামাজে গায়েবি জানাজা শরিক হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। বিভিন্ন সংগঠন ও ব্যাক্তি সাদ্দাম খানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা করেছেন।