ফ্রান্সে এক দিনে ৫০ হাজারেরও বেশি লোক করোনায় আক্রান্ত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩১ এএম, ২৭ অক্টোবর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১০:৫৯ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ইউরোপের অনেক দেশেই নতুন করে সংক্রমণ বেড়ে গেছে। করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় বেশিরভাগ দেশেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। এদিকে, ফ্রান্সে করোনার দৈনিক সংক্রমণ অর্ধলাখ ছাড়িয়ে গেছে। যা আগের সব রেকর্ড ভেঙেছে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫২ হাজার ১০ জন। এখন পর্যন্ত দেশটিতে এটাই সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। ফ্রান্সের জনস্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছে, একই সময়ে ১শ’ ১৬ জন প্রাণ হারিয়েছে।
সেপ্টেম্বরের শুরুতে ফ্রান্সে করোনার নমুনা পরীক্ষায় মাত্র সাড়ে ৪ শতাংশ পজিটিভ আসছিল। অথচ গতকালের তথ্যে দেখা গেছে, নমুনা পরীক্ষা হওয়া ১৭ শতাংশের শরীরে করোনা পজিটিভ এসেছে।
এদিকে দ্বিতীয় দফায় করোনার ঢেউ সামলাতে ব্যাপক সতর্কতার অংশ হিসেবে দেশব্যাপী জরুরি অবস্থা ও রাত্রিকালীন কারফিউ জারি করেছে স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ জানান, এ কারফিউ প্রতি রাত ১১টা থেকে সকাল ৬টা পর্যন্ত বহাল থাকবে।
ইউরোপজুড়েই আবার করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা লাফিয়ে বাড়ছে। আসন্ন শীতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তাই ইউরোপের বেশির ভাগ দেশই সংক্রমণ নিয়ন্ত্রণে ধাপে ধাপে নানা কঠোর বিধিনিষেধ আরোপ করছে।
ফ্রান্সে এ পর্যন্ত ১১ লাখ ৩৮ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। আর এদের মধ্যে আজ সোমবার পর্যন্ত মারা গেছেন ৪৫ হাজার ৭৩১ জন। অন্যদিকে স্পেনে এখন পর্যন্ত ১১ লাখ ১০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩৫ হাজার জনের বেশি মানুষ।