করোনায় টালমাতাল বিশ্ব; একদিনে আরো ১৩ হাজারের বেশি মৃত্যু
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ মে,
বুধবার,২০২১ | আপডেট: ১২:২০ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪
করোনার দ্বিতীয় ঢেউ বিশ্বজুড়ে ছড়িয়েছে ভয়াবহতা। পার্শ্ববর্তী দেশ ভারতে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ কোনোভাবেই কমানো যাচ্ছেনা। দেশটিতে দিন দিন বেড়েই চলেছে করোনার ভয়াবহ প্রকোপ। দেশটিতে পূর্বের সব রেকর্ড ভেঙ্গে প্রতিদিন রেকর্ড হারে বাড়ছে করোনার সংক্রমণ। যা সামাল দিতে বিপাকে পড়েছে দেশটির সরকার।
ভারতে ভারতে গেল ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্তের সংখ্যা রেকর্ড ৩ লাখ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন ৩ লাখ ১৫ হাজার ৭২৮ জন। আজ বৃহস্পতিবার (২২ এপ্রিল) ওয়ার্ল্ডওমিটারের তথ্যে এ চিত্র উঠে এসেছে।
এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার ৭৩২ জন। শনাক্তের দিক থেকে গত ২৪ ঘণ্টায় বিশ্বের সকল দেশকে ছড়িয়ে প্রথম স্থানে রয়েছে ভারত। আর নতুন করে এক দিনে মৃতের সংখ্যা ২ হাজার ১০২ জন।
টাইমস অব ইন্ডিয়ার তথ্য বলছে, গত ৪ এপ্রিল থেকে ভারতে নতুন শনাক্তের সংখ্যা ১ লাখে উঠলেও প্রথমবারের মতো বুধবার (২১ এপ্রিল) তিন লাখ ছাড়াল নতুন করোনা শনাক্ত। গত ১৭ দিনে শনাক্তের হার ৬ দশমিক ৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৩ কোটি ৪৪ লাখ ৯৩ হাজার ৩৭১ জন। আর সর্বমোট করোনা টেস্ট করা হয়েছে ২৭ কোটি ১০ লাখ ৫৩ হাজারেরও বেশি ভারতীয় নাগরিকের।