avertisements 2

জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ‘সদিচ্ছা’ দেখতে চায় এনসিপি, আজ ফের বসবে কমিশন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫ | আপডেট: ০৬:০০ পিএম, ১৪ সেপ্টেম্বর,রবিবার,২০২৫

Text

জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলো মতৈক্যে পৌঁছাতে পারেনি। সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধও হয়।

বিএনপি, জামায়াত, এনসিপিসহ সকল রাজনৈতিকদলগুলো এরইমধ্যে জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐকমত্য কমিশনে। এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে।

কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছিলেন, জুলাই সনদ বাস্তবায়ন করেই নির্বাচনে অংশ নেবে এনসিপি।

এদিকে, বিএনপির সঙ্গে মতপার্থক্য কতোটা কমলো এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপি নেতারা।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআরের কথা বলেও বিএনপিসহ কয়েকটি দল তা চায় না। তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষে প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন। ঐকমত্য কমিশনর দ্বিতীয় দফার বৈঠকে ২০টির মধ্যে ৭টি বিষয়েই বিএনপি নোট অব ডিসেন্ট দিয়েছে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই সনদের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে। তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে। দলটি পুরনো কাঠামো, সংবিধান ও আইন রেখেই জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চাচ্ছে।

অন্যদিকে, জুলাই সনদকে আইনি ভিত্তি দেয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভূক্তির দাবিতে অনড় এনসিপি। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা।

এ বিষয়ে আখতার হোসেন বলেন, বিএনপির সদিচ্ছা থাকলে এখন থেকেই জুলাই সনদ কার্যকর সম্ভব। সনদ বাস্তবায়নে করতে না দেয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে।

আরিফুল ইসলাম আদীবম বলেছেন, জুলাই সনদের বেশিরভাগ বিষয়ে বিএনপি একমত হয়েছে। ফলে সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে।

এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি নেতারা।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐকমত্য হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভূক্ত করতে হবে। অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেয়া হবে।

আরিফুল ইসলাম আদীব বলেন, সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি। এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছি।

এনসিপি নেতারা বলেন, নব্বইয়ের ৩ দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে। সেই একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন জরুরি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2